দেশ

ওয়েনাড়ে ছবির মতো সাজানো স্কুল মুহূর্তেই পরিণত ধ্বংসস্তূপে

ওয়েনাড়: পিছনে ছবির মতো সবুজ পাহাড়, নদীর পাড়ে দোতলা স্কুলবাড়ি। গত সোমবার পর্যন্ত এই স্কুল নিয়ে গর্ব করতেন ওয়েনাড়ের ভেল্লারমালা, চুরালমালা ও আশপাশের এলাকার বাসিন্দারা। কিন্তু মঙ্গলবারের ভূমিধসে সব শেষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেল্লারামালা গভর্নমেন্ট ভোকেশনাল হায়ার সেকেন্ডারি স্কুল। সামনের যে মাঠে কয়েকদিন আগেই খেলত পড়ুয়ারা, এখন সেখানে শুধুই শূন্যতা। ভূমিধসের পর যে সব ছবি প্রথম দেখা গিয়েছিল, তাতে এই স্কুলের ছবিও ছিল। শুধু স্কুল নয়, পাহাড় থেকে নেমে আসা বোল্ডার ও কাদার স্রোতে কার্যত মুছে গিয়েছে আশপাশের এলাকাও। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, ৪৯ জন শিশুর কোনও সন্ধান পাওয়া যায়নি। যার মধ্যে বেশ কয়েকজন এই স্কুলের পড়ুয়া। তবে তারা সংখ্যায় ঠিক কতজন, এখনও তার কোনও হিসেব নেই স্কুল কর্তৃপক্ষের কাছে। একটি সূত্রের মতে, এই সংখ্যা কুড়ি ছা‌‌ড়া঩তে পারে। অনেক পড়ুয়ার পরিবারেরও খোঁজ নেই। 
স্কুলটিতে ১৮ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন উন্নিকৃষ্ণণ। প্রাকৃতিক দুর্যোগের পর সম্পূর্ণ ভেঙে পড়েছেন তিনি। কোনওমতে বললেন, ‘সহকর্মীরা আমাকে স্কুলের কাছে যেতে দিচ্ছেন না। আমরা আর পাঁচটা স্কুলের মতো ছিলাম না। আমরা প্রত্যেকটি বিশেষ দিন উদযাপন করতাম। পড়ুয়ারা আমাদের পরিবারের মতো ছিল। আমরা ওদের আনা খাবার খেতাম, ওদের বাড়িতে যেতাম। তাদের মধ্যে কয়েকজন চলে গেল।’ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। স্কুলে উন্নিকৃষণ পরিচিত ছিলেন ‘উন্নি ম্যাস’ হিসেবে। স্কুলকে নিয়ে তাঁর লেখা একটি গানের ভিডিও বানানো হয়েছিল। ভূমিধসে স্কুল ধ্বংস হয়ে যাওয়ার পর সেই ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল। ভেঙে পড়েছেন অন্য শিক্ষকরাও। তাঁদের কয়েকজনকে মৃত শিশুদের শনাক্ত করার জন্য ডাকা হয়েছিল। কাঁদতে কাঁদতে এক শিক্ষক জানালেন, আম্মুকুট্টি নামে এক ছাত্রীর হাতটুকু শুধু পাথরের নীচ থেকে বেরিয়েছিল। সেই হাত টেনেই দেহ বের করতে হয়। আর এক শিক্ষক বললেন, ‘অন্য পড়ুয়াদের কাউন্সেলিংয়ের প্রয়োজন। আমরা জানি না, কী করে বলব যে ওদের বন্ধুরা আর বেঁচে নেই।’
ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড়ে পাঁচ দিন পরেও চলছে উদ্ধারকাজ। শনিবার চুরালমালায় তোলা পিটিআইয়ের ছবি।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা