দেশ

ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৮ ধ্বংসস্তূপে প্রাণ খুঁজছে ডিপ সার্চ রাডার

ওয়েনাড়: ভূমিধসের পর কেটে গিয়েছে পাঁচদিন। কিন্তু কেরলের ওয়েনাড়ে থামছে না মৃত্যুমিছিল। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮। এখনও কয়েকশো মানুষ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা। সরকারি হিসেবেই নিখোঁজ দুশো’রও বেশি। এর মধ্যেই দিনরাত এক করে কাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের তলায় প্রাণের সন্ধানে ব্যবহার করা হচ্ছে ডিপ সার্চ রাডার। কেরল সরকার এই প্রযুক্তি ব্যবহারের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানায়। এরপর মোট পাঁচটি রাডার বায়ুসেনার বিমানে নিয়ে আসা হয়েছে। 
সবচেয়ে বিধ্বস্ত এলাকা মুন্দাক্কাই ও চুরালমালায় ধসের ফলে নেমে আসা বিশাল বোল্ডার ও গাছের গুঁড়ির নীচে তল্লাশি চালাতে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। এর মধ্যেই চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে শনি ও রবিবার ওয়েনা঩ড়ে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ২০৬ জন এখনও নিখোঁজ। চালিয়ার নদীতে ভেসে আসা দেহ ও দেহাংশ থেকে মৃতদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে। পরবর্তী সময়ে যাতে শনাক্তকরণে সমস্যা না হয়, তার জন্য প্রত্যেক দেহ ও দেহাংশ বিশেষ নম্বর দিয়ে চিহ্নিত করা হচ্ছে। পাশাপাশি ডিএনএ ও দাঁতের নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে। ভূমিধসে গৃহহীনদের পুনর্বাসন প্রসঙ্গে বিজয়ন জানান, নিরাপদ জায়গা খুঁজে বের করে সেখানে নতুন টাউনশিপ গড়ে তোলা হবে। বিপদের সময় কেরলের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী রাজ্য কর্ণাটক। শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানিয়েছেন, ওয়েনাড়ে তার সরকার ১০০টি বাড়ি তৈরি করে দেবে। 
এরইমধ্যে এই ভয়াবহ ভূমিধসকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সুস্মিতা দেব ও সাকেত গোখলে এদিন ওয়েনাড়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। হাসপাতালে আহতদের সঙ্গেও কথা বলেন তাঁরা। পরে দুই সাংসদ জানান, তাঁরা যে ভয়াবহ পরিস্থিতি দেখে এসেছেন তা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন। শনিবার বিধ্বস্ত এলাকায় যান মালয়লাম সুপারস্টার মোহনলালও। 
এসবের মধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য নিয়ে কেরল প্রদেশ কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কংগ্রেস বিধায়ক রমেশ চেন্নিথালা একমাসের বেতন ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ জানান, সরকারি তহবিলে টাকা দেওয়ার কোনও প্রয়োজন নেই। কংগ্রেস সাহায্যের জন্য আলাদা তহবিল তৈরি করেছে।
ওয়েনাড়ে ভূমিধসে আহতদের দেখতে হাসপাতালে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা