দেশ

আট ঘণ্টার অভিযানে দুর্গম পাহাড়ি গুহা থেকে উদ্ধার চার শিশু

ওয়েনাড়: গভীর বনের মধ্যে টানা বৃষ্টিতে ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। পাহাড়ের গা বেয়ে নেমে আসা প্রবল জলের তোড় উপেক্ষা করেও বর্ষাতি গায়ে এগিয়ে চলেছে চারজনের দলটি। অদম্য প্রচেষ্টায় নিজেদের জীবন বাজি রেখে তাঁরা উদ্ধার করে আনছেন একের পর শিশুকে। কেরলের ওয়েনাড়ের এই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে যাঁদের দেখা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই কেরলের বনদপ্তরের আধিকারিক। জানা গিয়েছে, এভাবেই প্রায় ৮ ঘণ্টার বিপজ্জনক অভিযান শেষে দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৪ শিশু সহ একটি আদিবাসী পরিবারকে। শিশুগুলির বয়স ১ থেকে ৪ বছরের মধ্যে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন কালাপেট্টা রেঞ্জের অফিসার কে হাশিস। তাঁর সঙ্গে অভিযানে অংশ নেন সেকশন ফরেস্ট অফিসার বি এস জয়াচন্দ্রন, বিট ফরেস্ট অফিসার কে অনিল কুমার, র‌্যাপিড রেসপন্স টিমের সদস্য অনুপ থমাস। উদ্ধারকাজ শেষ হওয়ার পর ওই চার আধিকারিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ছিলেন পিনারাই বিজয়ন। তাঁদের প্রশংসায় মুখর হয়েছেন নেটিজেনরাও। মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, ভূমিধস-বিধ্বস্ত ওয়েনাড়ে আমাদের সাহসী অফিসারদের ৮ ঘন্টার অক্লান্ত অভিযানে একটি প্রত্যন্ত উপজাতি বসতি থেকে ৬টি মূল্যবান প্রাণকে রক্ষা করা সম্ভব হয়েছে। 
শুক্রবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে কে হাশিস জানান, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ওয়েনাড়ের পানিয়া সম্প্রদায়ের ওই পরিবারটি দুর্গম এক পাহাড়ি এলাকার গুহায় আটকে পড়ে। আমরা উদ্ধারকাজ চালানোর সময় এক মহিলাকে খাবারের সন্ধানে আট্টামালা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে দেখি। তাঁকে জিজ্ঞাসা করতেই গোটা ঘটনার কথা সামনে আসে। মহিলা জানান, প্রবল বৃষ্টিতে গুহায় আটকে পড়া তাঁর স্বামী ও শিশুরা ৫ দিন ধরে কোনও খাবার পায়নি। বাধ্য হয়েই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এরপর তাঁর দেখানো পথ ধরেই পর্বতসঙ্কুল এলাকার ওই গুহায় পৌঁছান বনদপ্তরের আধিকারিকরা। সেখানে পৌঁছে ক্লান্ত-মৃতপ্রায় শিশুগুলিকে নিজেদের সঙ্গে আনা যৎসামান্য খাবার তুলে দেন হাশিসরা। এরপর শিশুগুলিকে নিজেদের দেহের সঙ্গে চাদর দিয়ে শক্ত করে বেঁধে নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়। আট্টামালা রেঞ্জ অফিসে আনার পর শিশুগুলিকে পর্যাপ্ত খাবার এবং পোশাক দেওয়া হয়। আপাতত তারা সুস্থ আছে বলেই জানা গিয়েছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা