দেশ

‘কোটার মধ্যে কোটা’: সুপ্রিম কোর্টের রায় ঘিরে ভিন্ন সুর এনডিএ শিবিরে

নয়াদিল্লি (পিটিআই): তফসিলি জাতি ও উপজাতিদের (এসসি, এসটি) মধ্যেও যাঁরা অধিকতর পিছিয়ে রয়েছেন, সেই উপ-শ্রেণির শনাক্তকরণ এবং ‘কোটার মধ্যে কোটা’য় সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। দু’দিন আগে এক ঐতিহাসিক রায়ে রাজ্যগুলিকে দায়িত্বও দিয়েছে শীর্ষ আদালতের সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ। যদিও সুপ্রিম কোর্টের রায় নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ শিবির থেকে ভিন্ন ভিন্ন সুর সামনে আসতে শুরু করেছে। প্রধান শাসকদল বিজেপি এখনও জাতীয় স্তরে এবিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। তবে আঞ্চলিক স্তরে দলের বেশ কিছু নেতা রায়ের পক্ষেই মতমত দিয়েছেন। যদিও নরেন্দ্র মোদি সরকারের দুই মন্ত্রী তথা শরিক নেতা চিরাগ পাসোয়ান ও রামদাস আটওয়ালের কণ্ঠে আবার ভিন্ন সুর। এলজেপি নেতা পাসোয়ান শনিবার জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানাবে তাঁর দল। বিহারে পাসোয়ান গোষ্ঠীর আপত্তির কথা মাথায় রেখেই রায়ের বিরুদ্ধে আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন এলজেপি নেতা চিরাগ। আবার রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার নেতা আটওয়ালের বক্তব্য, এসসি, এসটিদের মধ্যে ‘ক্রিমি লেয়ার’কে শনাক্ত করে সংরক্ষণের আওতার বাইরে আনার যে কথা বলা হচ্ছে, তাতে তাঁর দলের সম্মতি নেই। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, শুধু এসসি, এসটি নয়, ওবিসি ও সাধারণ শ্রেণির মধ্যেও পিছিয়ে থাকা অংশের চিহ্নিতকরণ দরকার। সব মিলিয়ে ‘কোটার মধ্যে কোটা’ ইস্যুতে রীতিমতো আতান্তরে এনডিএ শিবির। ক্ষমতাসীন জোটে এখন এবিষয়ে ‘শ্যাম রাখি না কুল রাখি’ দশা!
উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরে বহু কাঠখড় পুড়িয়ে এসসি-এসটি ভোটব্যাঙ্ক তৈরি করেছে বিজেপি। কিন্তু চলতি বছরের লোকসভা ভোটে এই ভোটব্যাঙ্কে ফাটলের কারণেই আসনসংখ্যা কমেছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় বিজেপির একটা অংশের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করেই দলিত শ্রেণির একেবারে প্রান্তিক অংশের সমর্থন ফের ঝুলিতে ফেরানো সম্ভব। সুপ্রিম কোর্টের এই রায়ের পক্ষেই মত প্রকাশ করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই। এক্স হ্যান্ডলে তাঁর দাবি, এই রায়ের ফলে মাদিগা সম্প্রদায় তাঁদের প্রাপ্য অধিকার পাবে। রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির দলিত সাংসদ ব্রিজ লাল। তাঁর বক্তব্য, এর ফলে তফসিলিদের ভিতরের বৈষম্য দূর হবে। যদিও বিজেপির অন্য এক নেতার আবার দাবি, তফসিলিদের পিছিয়ে পড়া শ্রেণির মন পেতে গিয়ে বাকি অংশের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা