দেশ

নেই বিদ্যুৎ, মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রসব, ছত্তিশগড়ে বেআব্রু স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা

রায়পুর: বিদ্যুত্ নেই। তাই মোবাইল ফোনের টর্চ ব্যবহার করেই চলছে সন্তান প্রসব সংক্রান্ত অস্ত্রোপচার। স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার এমনই চাঞ্চল্যকর চিত্র ধরা পড়েছে ছত্তিশগড়ের ভোপালপট্টনামের একটি কমিউনিটি হেল্থ সেন্টারে। জানা গিয়েছে, বিগত প্রায় দু’বছর ধরে দু’টি জেনারেটর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী খারাপ হয়ে পড়ে রয়েছে। নতুন একটি জেনারেটর এলেও সেটি লাগানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে সোলার প্যানেলও বসানো হয়েছিল। কিন্তু, সেগুলি কাজ না করায় ফ্রিজ চালানো যাচ্ছে না। ফলে ভ্যাকসিন সহ প্রচুর গুরুত্বপূর্ণ ওষুধ নষ্ট হচ্ছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করতে এসেও রোগীরা ফিরে যাচ্ছেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে খবর, রক্ত পরীক্ষা যন্ত্র ভেঙে গিয়েছে। তিনমাস ধরে বন্ধ রয়েছে টাইফয়েড টেস্টও। সার্বিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের জেরে রোগীর পাশাপাশি চিকিৎসকদেরও সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি স্বাস্থ্যদপ্তরের কানেও পৌঁছেছে। অবিলম্বে ওই হেল্থ সেন্টারে জেনারেটর লাগানোর নির্দেশ দিয়েছে তারা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্যাম জয়সওয়াল পরিষেবা উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, কাজের কাজ হয়নি। ওই কমিউনিটি হেল্থ সেন্টারের বিএমও ডাঃ ছালাপাথি রাও-ও সমস্যার কথা মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ম্যালেরিয়ার পরীক্ষা হলেও টাইফয়েডের টেস্ট বন্ধ রয়েছে। এছ‌াড়া, বেশ কিছু চিকিৎসার সরঞ্জামও খারাপ। এব্যাপারে উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে।  
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা