দেশ

আরও এক বছর বাড়ল স্মার্ট সিটি প্রকল্প রূপায়ণের সময়সীমা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘোষণা হয়েছিল ২০১৫ সালে। কথা ছিল পাঁচ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে কাজ। এর পরে প্রায় ন’বছর কেটে গিয়েছে। কিন্তু  অভিযোগ, এখনও ১০০টি শহরকে ‘স্মার্ট’ করতে পারল না মোদি সরকার। যার ফলে স্মার্ট সিটি প্রকল্প রূপায়ণের সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় সরকারি খরচে যে কাজ হওয়ার কথা ছিল তার সিংহভাগ হয়ে গিয়েছে। কিন্ত সে কাজ কোন শহরকে কতটা বদলাতে পেরেছে তা নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। সেইসঙ্গে এখনও অন্ধকারে রয়েছে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে রূপায়ণের তালিকায় থাকা প্রকল্পগুলির ভবিষ্যৎ। পিপিপি মডেলে যে যে প্রকল্প রূপায়ণের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছিল, সেই টার্গেট প্রায় মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ। কারণ বেসরকারি সংস্থাগুলি স্মার্ট সিটি নিয়ে কোনও আগ্রহ দেখায়নি। যৌথ উদ্যোগে মোট ৭ হাজার ৯৭০টি প্রকল্প গড়ে তোলার কথা ছিল। তার মধ্যে এখনও পর্যন্ত আলোর মুখ দেখেছে মাত্র ২০৭টি। অর্থ বরাদ্দ হওয়ার কথা ছিল ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। সেখানে বেসরকারি সংস্থা থেকে পাওয়া গিয়েছে ১০ হাজার ৭৯৪ কোটি টাকা। অর্থাৎ বেসরকারি সংস্থার সঙ্গে সরকার হাত মিলিয়ে যত প্রকল্প (পিপিপি মডেল) চিহ্নিত করেছিল, তার মাত্র ৬ শতাংশ কাজ হয়েছে বলে জানা গিয়েছে। 
উত্তর-পূর্ব ভারতকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মোদি সরকার দাবি করে। অথচ বিগত ন’বছরে এই পিপিপি মডেল ব্যর্থ হয়েছে সেই রাজ্যগুলিরই ঩সিংহভাগ। সেখানে লগ্নি করতে আগ্রহই দেখায়নি অধিকাংশ বেসরকারি সংস্থা। ১০০ স্মার্ট সিটিতে মোট ২ লক্ষ কোটি টাকার খরচ ধরা হয়েছিল। আশা করা হয়েছিল, ৪১ হাজার কোটি টাকা আসবে বেসরকারি ক্ষেত্র থেকে। তবে অর্ধেকের বেশি শহরে একটিও পিপিপি মডেলের কাজ হয়নি। কোনও প্রস্তাবও নেই। তাই সব মিলিয়ে যা অবস্থা, তাতে আগামী বাজেটে নতুন করে কোনও স্মার্ট সিটির নাম এই প্রকল্পে অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। ২০২৫ সালের মার্চ মাসে প্রথম পর্যায়ের স্মার্ট সিটির কাজ শেষ হওয়ার কথা। আগেই স্থির হয়েছিল, তারপর দ্বিতীয় দফার ঘোষণা করা হবে। এবার সেই সম্ভাবনাও বিশ বাঁও জলে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা