দেশ

এইমস ইস্যু: এবার বিজেপি সাংসদ নিশিকান্তের প্রশ্নে বেকায়দায় কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিষয়— এইমস। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস। শাসক দলের সদস্য হয়েও শুক্রবার সংসদে সরকারকেই অস্বস্তিতে ফেললেন বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এইমস ইস্যুতে ‘ইন্ডিয়া’র শরিক তামিলনাড়ুর ডিএমকে’ও নরেন্দ্র মোদির ফাঁপা প্রতিশ্রুতির তথ্য ফাঁস করল। যা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়লেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা। 
লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এদিন ঝাড়খণ্ডের গোড্ডার এমপি নিশিকান্ত জানতে চান, দেওঘরের এইমসে কবে ইমারজেন্সি সহ আউটডোর ব্যবস্থা চালু হবে? বলেন, যেখানে ডাক্তারও ছিল না। মন্ত্রীজি বারবার বলার পরেও কেন উপযুক্ত ফেসিলিটি পাওয়া যাচ্ছে না? দলীয় এমপির প্রশ্নে খানিক বিপদে পড়েন নাড্ডা। বিরোধী বেঞ্চে ওঠে হাস্যরোল। বিজেপির এমপিই সরকারের ব্যর্থতা সংসদে তুলে ধরছেন! তবে নাড্ডা কোনওরকমে ম্যানেজ করেন। কৌশলে বৃহত্তর প্রেক্ষাপট তুলে ধরে অস্বস্তি এড়ান। বলেন, রাজ্যে রাজ্যে এইমস তৈরির উদ্দেশ্য হল, যাতে দিল্লিতে রোগীদের আসতে না হয়। সেই কারণেই ১৭টি এইমস তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য, বিশ্বের সবচেয়ে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া। এইমসের ডাক্তররা অধিকাংশই থাকেন হাসপাতাল ক্যাম্পাসেই। এখানে গুণী চিকিৎসক পেতে সময় লাগে। এক্ষেত্রে তাই হচ্ছে। তবে সময় লাগলেও মানের ক্ষেত্রে কোনও আপস করা হবে না। ডিএমকে’র এমপি এ রাজা চাঁচাছোলা ভাষায় বলেন, মাদুরাইতে এইমস হবে বলে কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। চার বছর আগে ঘোষণা হয়েছিল। অথচ আজ পর্যন্ত একটি ইঁটও গাঁথা হয়নি। কোনও বাজেট বরাদ্দও হয়নি। আমরা কেন বঞ্চিত? জবাবে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন, মাদুরাইতে এইমস হবেই। ক্যাবিনেটে অনুমোদনও হয়েছে। তবে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আটকে রয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। অন্যদিকে, সৌগত রায় প্রশ্ন করেন, ‘কোভ্যাকসিন’ তৈরিতে সরকার ৩৫ কোটি টাকা খরচ করেছে। মূল ভাইরাসকেও আইসিএমআর চিহ্নিত করেছে।অথছ তার কৃতিত্ব নিয়ে গেল বেসরকারি এক প্রস্তুতকারক? চাপে পড়ে নাড্ডা জানালেন, গোড়ায় ভারত বায়োটেক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলেও পরে আমরা আইসিএমআরের নামও জুড়েছি। ভারত বায়োটেক ভ্যাকসিন তৈরিতে ৬০ কোটি খরচও করেছে। আইসিএমআরকে ১৭২ কোটি টাকা র‌য়‌্যাল঩টিও দিয়েছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা