দেশ

মধ্যবিত্তের স্বার্থে নয়া কাঠামোতেও আয়কর ছাড় দিন, নির্মলাকে এবার চিঠি মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রবর্তিত আয়করের নয়া ব্যবস্থায় (নিউ রেজিম) স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়াম সহ সব ছাড়ই উঠে গিয়েছে। এখানেই শেষ নয়, একইসঙ্গে বিমার প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটির মতো বোঝা চেপে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মধ্যবিত্ত-চাকুরিজীবী মানুষের। কেন্দ্রের জনবিরোধী এই নীতির প্রতিবাদের সঙ্গেই আয়করের নয়া ব্যবস্থায় ছাড় এবং জিএসটি প্রত্যাহারের দাবিতে নির্মলা সীতারামনকে কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে মমতার স্পষ্ট দাবি—পুরনো ব্যবস্থার মতোই আয়করের নয়া ব্যবস্থায় ৮০সি এবং ৮০ডি ধারায় ছাড় চালু করা হোক। একইসঙ্গে স্বাস্থ্য ও জীবন বিমার মতো সাধারণ মানুষের সামাজিক সুরক্ষার বৃত্তকে সুরক্ষিত করতে লাঘব করা হোক জিএসটির বোঝা। স্বাস্থ্য-জীবন বিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন নরেন্দ্র মোদিরই মন্ত্রী নীতিন গাদকারি। একইসঙ্গে প্রকাশ্যে প্রতিবাদের ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আর এদিন সাধারণ মানুষের স্বার্থবিরোধী এই ইস্যুকে তুলে ধরলেন  অর্থমন্ত্রীর সামনে। পাশাপাশি সংসদে এ নিয়ে সরব হলেন তাঁর সৈনিকরাও। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল এমপিরা। এমনকী বলার সময় মাইক বন্ধ করে কণ্ঠরোধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। জিএসটি ইস্যুতে কাকলি ঘোষদস্তিদার মুলতুবি প্রস্তাব জমা দিলেও, অধ্যক্ষ ওম বিড়লা তা অনুমোদন করেননি। তবে সরকারের লিখিত জবাব চেয়ে মালা রায় যে প্রশ্ন জমা দিয়েছেন, তা তালিকাবদ্ধ হয়েছে। এই ইস্যুতে সোমবার রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব জমা দেবেন ডেরেক ও’ব্রায়েন।  
২০২৪-২৫ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য গত ৩১ জুলাই পর্যন্ত মোট ৭.২৮ কোটি আয়করদাতা রিটার্ন জমা দিয়েছেন। তার মধ্যে নয়া ব্যবস্থায় (নিউ রেজিমে) রিটার্ন জমা দিয়েছেন ৫ কোটি ২৭ লক্ষ আয়করদাতা। পুরনো ব্যবস্থায় রিটার্ন জমা পড়েছে ২ কোটি ১ লক্ষ মানুষের। পরিসংখ্যানকে হাতিয়ার করেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মমতা বুঝিয়ে দিয়েছেন, কর ব্যবস্থায় ছাড় না দিলে মূল্যবৃদ্ধির এই বাজারে সাধারণ মধ্যবিত্তের ঝুলিতে আর কিছুই থাকছে না। তার উপর জিএসটির কোপ। স্বাস্থ্য ও জীবন বিমার উদ্দেশ্যই হল, স্বাস্থ্যরক্ষা এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াইকে সুনিশ্চিত করা। সেক্ষেত্রে জনবরোধী আয়কর নীতি এবং জিএসটি বলবৎ থাকাটা কোনও অবস্থাতেই কাম্য নয়।  
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা