দেশ

মিটল বৃষ্টির ঘাটতি, জল ছাড়ল ডিভিসি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপের জেরে শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টির পর ডিভিসির মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। এদিন বিকেল পর্যন্ত দুটি বাঁধ থেকে ৬ হাজার ও ১২ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর  নিম্নচাপ হিসেবে রাজ্যের পশ্চিমাঞ্চল থেকে ঝাড়খণ্ডের উপর সরে যাচ্ছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর জেরে আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও ঝাড়খণ্ডে ডিভিসির ক্যাচমেন্ট এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই পরিস্থিতিতে মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি নিয়ে আশঙ্কা আছে। 
ডিভিসির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলার জন্যই আগে থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। তবে মাইথন-পাঞ্চেতের জলাধারে বিপসীমার নীচে জল রয়েছে। জানা গিয়েছে, প্রচুর বৃষ্টি হলেও কংসাবতী, ম্যাসাঞ্জোর, গালুডিসহ বিভিন্ন বাঁধের জলাধারে জলস্তর এখনও বিপদসীমার নীচে রয়েছে। এবার এতদিন বৃষ্টি কম হওয়ার কারণে বাঁধগুলির জলস্তর কম ছিল। এতে অতিবৃষ্টি জনিত পরিস্থিতি মোকাবিলা করতে আপাতত  সুবিধা হয়েছে। 
এদিকে অতিবৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে জুলাই মাস থেকে এখনও পর্যন্ত সময়ে বৃষ্টির ঘাটতি থাকছে না। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে সার্বিকভাবে মোট বৃষ্টির পরিমাণ ৩৮২.৭ মিলিমিটার (মিমি)। সেখানে এই সময়ে স্বাভাবিক বৃষ্টি পরিমাণ ৩৫৫.৪ মিমি। জুলাই মাসের শেষদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব বর্ধমানে জুলাই মাসের নিরিখে অনেকটাই ঘাটতি ছিল। কিন্তু ওই জেলাগুলিতে প্রচুর বৃষ্টি হওয়ায় সেই ঘাটতি দূর হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ধানের চারা রোপণ প্রক্রিয়া এতিদন অনেকটা কম হয়েছিল বৃষ্টির অভাবে। কিন্তু এই বৃষ্টিতে পরিস্থিতি একেবারে পাল্টে গিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এখন আপাতত বৃষ্টি বন্ধ হলে বা খুব কমে গেলে চাষবাসের পক্ষে ভালো হবে।  আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতকর্তা দেয়নি আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটি শুক্রবার সকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়। এটি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে বৃহস্পতিবার রাত থেকে বর্ধমান, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। পাশাপাশি কলকাতাসহ রাজ্যের উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টির মাত্রা শুক্রবার সকাল থেকে  কমে যায়।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা