দেশ

নির্বাচনী বন্ড দিয়ে সুবিধা পেয়েছে কারা, সিট তদন্তের আবেদন খারিজ

নয়াদিল্লি: আদালতের নজরদারিতে নির্বাচনী বন্ড নিয়ে সিট তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছিল একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। আবেদনকারীদের দাবি, রাজনৈতিক দলগুলিকে বন্ড কিনে দেওয়ার বদলে বিভিন্ন সংস্থা অন্যায় সুবিধা নিয়েছে। যা একটি দুর্নীতি। সত্য উদ্ঘাটনে আদালতের নজরদারিতে তদন্ত প্রয়োজন।
শুক্রবার শুনানির পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়। আদালত জানায়, বর্তমান পরিস্থিতিতে সংবিধানের ৩২ নম্বর ধারা অনুযায়ী এই বিষয়টিতে হস্তক্ষেপ করা ‘অনুপযুক্ত’ ও ‘সময়োচিত নয়।’। নির্বাচনী বন্ডের বদলে কোনও সংস্থা অন্যায় সুবিধা পেয়েছে, শুধুমাত্র এই ধারণা থেকে তদন্তের নির্দেশ দেওয়া যায় না। 
গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশের জন্য নির্বাচন কমিশন ও স্টেট ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
এদিন শুনানি চলাকালীন মামলাকারীদের পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, এটি একটি অভূতপূর্ব দুর্নীতির মামলা। নির্বাচনী বন্ডের সঙ্গে সরকার, শাসকদল ও শীর্ষ কর্পোরেট সংস্থা জড়িত রয়েছে। তাই এর জন্য বিশেষ তদন্তের প্রয়োজন। তা হলেই সত্য সামনে আসবে। যদি এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি শীর্ষ আদালত। আদালত বলে, ‘আমরা এই ব্যবস্থা বন্ধ করে দিয়েছি। এখন সিট কী নিয়ে তদন্ত করবে? এই তদন্তে নির্দিষ্ট কিছুই পাওয়া যাবে না।’ 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা