দেশ

হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৮

নয়াদিল্লি: মেঘভাঙা বৃষ্টির জেড়ে হড়পা বান দেখা দিয়েছিল হিমাচল প্রদেশের মান্ডি জেলার রাজবন গ্রামে। বুধবার নিমেষে ভেসে গিয়েছিল বাড়ি-ঘর। নিরাপদ আশ্রয়ের আশায় পাহাড়ের উপরে চলে গিয়েছিলেন অনেকে। দু’দিন পর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শুক্রবার নেমে এসে তাঁরা দেখলেন, কিছুই আর অবশিষ্ট নেই। এক মহিলার আক্ষেপ, ‘আমার শ্বশুর এবং শাশুড়ির দেহ উদ্ধার হয়েছে। তবে ছেলে, দেওর, তাঁর স্ত্রী ও দুই সন্তানের কোনও খোঁজ নেই।’  পাহাড়ের মাথায় নিরাপদে থাকা সত্ত্বেও তাঁদের গ্রাস করেছিল মৃত্যুভয়। সঙ্গে ছিল পরিবারের চিন্তা। তাই দু’দিন ধরে দু’চোখের পাতা এক করতে পারেননি গ্রামবাসীরা। হিমাচলজুড়ে এখন তাই হাহাকার। মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজন। তাঁদের মধ্যে পাঁচজনের দেহই উদ্ধার হয়েছে রাজবন গ্রামে। এখনও নিখোঁজ ৪৫ জন। তাঁদের খোঁজে নামানো হয়েছে ড্রোন। এই দুর্দশার মধ্যেই এদিন ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলা। সকাল ৯টা ৪৫ নাগাদ ৩.২ মাত্রার কম্পন অনুভূত হয় বলে দাবি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
উত্তরাখণ্ডেও প্রবল বর্ষণে পরিস্থিতি ভয়াবহ। বুধবার রাতে গুরুকুণ্ড দিয়ে কেদারনাথে যাওয়ার পথে আটকে পড়েন ৪৫০ জন পুণ্যার্থী। বৃহস্পতিবার এঁদের মধ্যে ২০০ জনকে উদ্ধার করা হয়। বাকিদের ফেরাতে বায়ুসেনার চিনুক এবং এমআই ১৭ হেলিকপ্টার নামানো হয়েছে। পুণ্যার্থীদের নিয়ে খোঁজখবর দিতে দু’টি হেল্পলাইন নাম্বার— ৭৫৭৯২৫৭৫৭২ এবং ০১৩৬৪-২৩৩৩৮৭ চালু করা হয়েছে। এছাড়াও ১১২ নাম্বারে ডায়াল করে আটকে পড়া নিকটাত্মীয়দের সম্পর্কে খোঁজ নিতে পারবেন পরিবার-পরিজন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, এখনও পর্যন্ত ৫ হাজার লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর কথায়, ‘আবহাওয়া স্বাভাবিক থাকলে এদিনের মধ্যে সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।’ 
হিমাচলে অবশ্য পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয়। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন আরও তিনটি দেহ উদ্ধার হয়েছে। এর ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। রাজবন ছাড়াও সিমলার রামপুর থেকে দু’জন এবং কুলুর মালানা থেকে একজনের দেহ উদ্ধার হয়েছে। কুলু জেলার মণিকরণ এলাকায় মালানা ২ জলবিদ্যুৎ কেন্দ্রে কাজে গিয়ে আটকে পড়েছিলেন ৩৩ জন। বৃহস্পতিবার রাতে তাঁদের উদ্ধার করা হয়েছে। এদিন শিক্ষামন্ত্রী রোহিত ঠাকুরকে সঙ্গে নিয়ে বিপর্যস্ত সামেজ গ্রামে পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি জানিয়েছেন, ড্রোনের সাহায্যে নিখোঁজদের সন্ধান করা হচ্ছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা