দেশ

যুবককে জীবন্ত পুঁতে দিল দুষ্কৃতীরা, বাঁচাল পথকুকুর

আগ্রা: জমি নিয়ে বিবাদের জের। ২৪ বছরের এক যুবককে জীবন্ত পুঁতে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের আগ্রায়। তবে কয়েকটি পথকুকুরের সৌজন্যে তিনি প্রাণে বাঁচলেন। পরনে শুধুমাত্র জিনসের প্যান্ট। ক্ষতবিক্ষত খালি গায়ে ভর্তি মাটির প্রলেপ। মারধরের জেরে ফুলে গিয়েছে মুখের একাংশ। গাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ঠিক এইভাবেই উদভ্রান্তের মতো আগ্রার রাস্তা থেকে ওই যুবককে উদ্ধার করে পথচারীরা হাসপাতালে ভর্তি করেন। পরে ওই যুবকই পুলিসকে জানান, তাঁর নাম রূপ কিশোর ওরফে হ্যাপি। জমি সংক্রান্ত বিবাদের জেরে অঙ্কিত, গৌরব, করণ এবং আকাশ নামে চার যুবক তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর আগ্রার আর্টনি এলাকায় নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। অভিযুক্তরা ভেবে নিয়েছিলেন যে, হ্যাপি মারা গিয়েছেন। তাই তড়িঘড়ি মাটিতে পুঁতে দিয়ে তারা এলাকা ছেড়ে পালায়। কিন্তু ভাগ্য সঙ্গ দেয় ওই যুবকের। বেশ কয়েকটি পথকুকুর এলাকায় এসে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হ্যাপির হাত বেরিয়ে আসে। সেখানে কুকুর কামড় দিতেই হ্যাপির জ্ঞান ফেরে। কুকুরের দলকে সেখান থেকে তাড়িয়ে সে রাস্তায় হাঁটতে শুরু করেন। তখনই তাঁকে দেখে পথচারীরা হাসপাতালে নিয়ে যান। হ্যাপির মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই চার অভিযুক্তের পরিবারের সঙ্গে তাঁদের জমি বিবাদ চলছে। গত ১৪ জুলাই হ্যাপিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ওই চারজন। তারপরই তাঁর ছেলেকে খুনের চেষ্টা করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিস তদন্ত শুরু করেছে। চার দুষ্কৃতীকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিস।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা