দেশ

মণিপুরে মেইতেই ও হামার জনজাতির মধ্যে শান্তিচুক্তি

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরের হিংসা বিধ্বস্ত জিরিবাম জেলায় শান্তি ফেরাতে শেষমেশ এগিয়ে এল মেইতেই ও হামার জনজাতির প্রতিনিধিরা। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সমস্তরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এই দুই গোষ্ঠী। পাশাপাশি তাদের মধ্যে একটি শান্তিচুক্তিও হয়েছে। 
বৃহস্পতিবার অসমের কাছাড়ে জিরিবাম জেলা প্রশাসন, অসম রাইফেলস ও সিআরপিএফ আধিকারিকদের উপস্থিতিতে দুই বিবদমান গোষ্ঠীর মধ্যে একটি বৈঠক হয়। সেখানেই উভয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই বৈঠকে থাডৌ, পেইতে ও মিজো জনজাতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুই পক্ষ অস্ত্র ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সমস্তরকম চেষ্টা করতে সম্মত হয়েছে। পাশাপাশি জিরিবামের পুলিশ-প্রশাসন ও কর্তব‌্যরত নিরাপত্তা বাহিনীকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে, ১৫ আগস্ট এই সংক্রান্ত পরবর্তী বৈঠক হবে। হিংসাদীর্ণ মণিপুরের পার্বত্য জেলা চুরাচাঁদপুর এবং কাংপোকপিতে অসম রাইফেলসের দুটি ব্যাটালিয়ন প্রতিস্থাপন করতে সিআরপিএফ প্রস্তুত। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন (কেএসও) বলেছে, ‘মণিপুরে অসম রাইফেলস পাহাড়ি মানুষের হৃদয় ও মন জয় করেছে’। কুকি-জো গ্রুপগুলি বলেছে, অসম রাইফেলসকে সিআরপিএফের সাথে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একজন ঊর্ধ্বতন আধিকারিক অবশ্য জানান, অসম রাইফেলসকে মণিপুর থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হচ্ছে না। শুধু দু’টি ব্যাটালিয়ন, একটি চূড়াচাঁদপুরে এবং অন্যটি কাংপোকপি জেলায় সিআরপিএফের সাথে প্রতিস্থাপন করা হচ্ছে।’ মেইতেই সুশীল সমাজ গোষ্ঠী এবং বিধায়করা অভিযোগ করেছেন যে, ‘সংবেদনশীল এলাকায়’ অসম রাইফেলস যথেষ্ট নয়। বিভিন্ন সময় তারা নীরব দর্শকের ভূমিকায় থাকে।’ গতবছর মে মাসে কুকি ও হামার জনজাতি এবং মেইতেই সংঘর্ষে মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। প্রাণ হারান ২০০ জনের বেশি মানুষ। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। এই পরিস্থিতিতে শান্তিচুক্তি স্বাক্ষর কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে মণিপুরবাসীকে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা