দেশ

পূজা কাণ্ডের জের, নজরে আরও ৬ আইএএস আধিকারিকের শংসাপত্র

নয়াদিল্লি: জাল শংসাপত্র ব্যবহার করে পূজা খেড়কারের আইএএসের চাকরি পাওয়ার অভিযোগ ওঠার পর এবার ন‌঩ড়েচড়ে বসল কেন্দ্র। ছ’জন আইএএস আধিকারিকের প্রতিবন্ধী শংসাপত্র খতিয়ে দেখবে কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দপ্তর (ডিওপিটি)। ওই ছয়জনের মধ্যে কয়েকজন প্রোবেশনে রয়েছেন। কয়েকজন আবার ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন। পূজার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ওই ছ’জনের প্রতিবন্ধী শংসাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পূজার বিরুদ্ধে ভুয়ো প্রতিবন্ধী ও ওবিসি শংসাপত্র দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে একের পর এক অনিমের অভিযোগ ওঠার পর পূজার ট্রেনি আইএএস পদে নিয়োগ বাতিল করা হয়েছে। একইসঙ্গে তিনি আর কোনওদিন দিন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি’র পরীক্ষায় বসতে পারবেন না। দিল্লি পুলিস তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করেছে। কিন্তু পূজার মতোই আর কেউ অসত্ পথে চাকরি পেয়েছেন কি না, তা নিশ্চিত হতে চাইছে কেন্দ্র। 
ডিওপিটির তরফে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেসকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ওই ছ’জনের শারীরিক প্রতিবন্ধিকতা কতটা, তা ফের পরীক্ষা করে দেখা হবে। একটি মেডিকেল বোর্ড এই পরীক্ষা করবে। ইউপিএসসির নিয়ম অনুসারে, একজন ব্যক্তির ৪০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলে তিনি সংরক্ষণের সুবিধা পান। একইসঙ্গে সেই ব্যক্তির বয়সসীমা, পরীক্ষায় বসার সুযোগের ক্ষেত্রে ছাড় মেলে। ২০২২ সালে মহারাষ্ট্রেৱ একটি বেসরকারি হাসপাতাল পূজার ৭ শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে বলে শংসাপত্র দিয়েছিল। যদিও ওই হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগ পূজার কোনও প্রতিবন্ধকতা নেই বলেই রিপোর্ট দেয়। ওই শংসাপত্র ব্যবহার করে পূজা সাধারণ পরীক্ষার্থীর থেকে বেশিবার ইউপিএসসি পরীক্ষায় বসার সুযোগ পান। এর জন্য তিনি নিজের নাম, এমনকী বাবা-মায়ের নাম বদলও করেছিলেন। ইউপিএসসি জানিয়েছে, ১৫ হাজার পরীক্ষার্থীর তথ্য খুঁটিয়ে দেখা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একমাত্র পূজাই নিয়ম ভেঙেছিলেন। তবে, ইউপিএসসি স্বীকার করেছে, প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থীর শংসাপত্র বৈধতা যাচাই করার মতো লোকবল তাদের নেই। যদি উপযুক্ত কর্তৃপক্ষের শংসাপত্র থাকে, সেটিকে আসল বলেই ধরে নেওয়া হয়।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা