বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দিল্লির কোচিং সেন্টার কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত

নয়াদিল্লি (পিটিআই): দিল্লির কোচিং সেন্টার কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। সেই সঙ্গে দিল্লি পুলিস ও পুরসভার ভূমিকার তীব্র নিন্দা করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষাররা ও বিচারপতি গেদেলার বেঞ্চ। আদালত সাফ জানিয়েছে, দিল্লি পুলিস এবং দিল্লি পুরসভার নেতিবাচক ভূমিকার জন্যই আটকে পড়া তিন পড়ুয়া কোচিং সেন্টারের বেসমেন্টে আটকে পড়েছিল। আদালত দিল্লি পুলিসের উদ্দেশ্যে বলে, বৃষ্টির জল বেসমেন্টে না ঢুকে যাতে নর্দমায় যায়, সেই বিষয়ে পুলিস কোনও পদক্ষেপ নেয়নি। উল্টে কোচিং সেন্টারের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়া একজন এসইউভি চালককে গ্রেপ্তার করা হয়। আদালতের ভর্ৎসনার পর দিল্লি পুলিস অবশ্য বিচারপতিদের কাছে ক্ষমা চেয়ে নেয়। যদিও নেতিবাচক মিডিয়া রিপোর্ট নিয়ে অভিযোগ করে।  হাইকোর্ট জানায়, ঘটনার প্রকৃতি বিবেচনা করে এবং জনসাধারণের যাতে তদন্তের বিষয়ে কোনও সন্দেহ না থাকে তা নিশ্চিত করতেই এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হল। পাশাপাশি, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)কে সিবিআই তদন্তের তদারকির জন্য একজন সিনিয়র অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে তদন্তের কাজ শেষ হয়, তা দেখার দায়িত্ব ওই অফিসারের। 
গত শনিবার ওল্ড রাজেন্দ্রনগর কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জলে ডুবে মৃত্যু হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তিন পড়ুয়ার। এর প্রতিবাদে গত ছ’দিন ধরে পড়ুয়াদের বিক্ষোভ চলছে। শুক্রবারও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই বিক্ষোভে যোগ দেন। অনেককেই দেখা গেল বিক্ষোভস্থলে বসেই পড়াশোনা করতে। সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া গৌতম বলে এক ছাত্র বলেন, ‘আমাদের বিক্ষোভ চলবে। কিন্তু, পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়াও জরুরি। তাই, স্টাডি মেটিরিয়াল সঙ্গে নিয়েই এখানে এসেছি।’ হরিশ নামে অপর এক ছাত্র জানালেন, ‘এখানে সিনিয়ররা জুনিয়র পরীক্ষার্থীদের সাহায্য করছে। যারা কমিটিতে রয়েছে, তারা সময় পেলেই পরীক্ষার জন্য প্রস্তুতি সারছে। দাবি না মেটা পর্যন্ত এই বিক্ষোভ চলবেই।’ প্রসঙ্গত, একাধিক কোটিং সেন্টারের পড়ুয়ারা এই বিক্ষোভে যোগ দিয়েছেন।
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা