বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টি, বিপর্যস্ত কুলু-মানালি! ভাসল উত্তরাখণ্ডও, মৃত ১৬

নয়াদিল্লি: কয়েকদিন আগে ছিল তীব্র দহন জ্বালা। এবার দুর্যোগ। প্রকৃতির তাণ্ডবে ফের বিপর্যস্ত উত্তর ভারত। দিল্লির বিপর্যয় চলছিলই। এবার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও অঝোর বর্ষণে প্রাণ হারালেন বহু মানুষ। মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে মৃত্যু হয়েছে চারজনের। নিখোঁজ অন্তত ৫০। আর উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১২ জনের। 
মেঘভাঙা বৃষ্টির আঘাত সহ্য করতে পারেনি মালানা বাঁধ। আর সেটি ভেঙে পড়তেই ভেসে যায় তোশ-মণিকরণ। মুহূর্তে সড়ক গুঁড়িয়ে গতিপথ বাড়িয়ে নেয় পার্বতী নদী। দেশলাইয়ের বাক্সের মতো জলে ধুয়ে যায় হোটেল, বাড়ি। কুলু, সিমলা এবং মান্ডি জেলায় বাড়িঘর, রাস্তা, সেতু একে একে ধসে পড়েছে। দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন মানালি। ধস ও বর্ষণে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক কিছু দূর অন্তরই স্রেফ উধাও। পরিস্থিতি এমনই যে, সেনা এবং বায়ুসেনার সাহায্য চেয়েছে সুখবিন্দর সিং সুখু সরকার। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। তখনই পড়শি জেলা উত্তরাখণ্ডে লাগাতার বর্ষণে ত্রাহি রব সাধারণ মানুষের। একে একে ভেসে যাচ্ছে হরিদ্বার, দেরাদুন, চামোলি। বুধবার রাতে শুরু হওয়া বৃষ্টি যে এমন প্রলয়ের আকার নেবে, ভাবতেও পারেননি সে রাজ্যের মানুষ। অতীতের বিপর্যয়ের সিঁদুরে মেঘ তাঁদের আতঙ্ক আরও বাড়িয়েছে। হরিদ্বারেই মৃত্যু হয়েছে ছ’জনের। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে হিমালয়ের কোলের এই রাজ্যে। নদীগুলির জলস্তর বিপদসীমার কাছে। বুধবার রাতে গুরুকুণ্ড দিয়ে কেদারনাথ যাচ্ছিলেন ৪৫০ জন পুণ্যার্থী। সেসময় জলের তোড়ে ভেসে যায় পথের একটি অংশ। তাঁরা পথেই আটকে পড়েন। এঁদের মধ্যে ২০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের হেলিকপ্টারে সরানোর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব বিনোদকুমার সুমন। কেদারনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে স্বস্তির খবর একটাই, বৃহস্পতিবার বিকেলের পর রাজ্যের অধিকাংশ জায়গায় আর নতুন করে বৃষ্টি হয়নি।
হিমাচলের বিপর্যয় অবশ্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সিমলার পুলিস সুপার সঞ্জীবকুমার গান্ধী বলেন, ‘জেলায় ৩০ জন নিখোঁজ। দু’জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় পদে পদে বাধা পাচ্ছে উদ্ধারকাজ। দুর্গতদের খোঁজে ব্যবহার করা হচ্ছে ড্রোন।’ কুলুর ডেপুটি কমিশনার তরুল এস রভীশ বলেন, ‘এই জেলায় সাতজন নিখোঁজ। মালানা জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন অনেকে। তবে তাঁরা নিরাপদে রয়েছেন।’
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা