বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বিদ্রোহীদের বহিষ্কারের নির্দেশ ঘিরে অকালি দলে আরও চওড়া ফাটল

পাঞ্জাব: আট বিদ্রোহী নেতৃত্বকে বহিষ্কারকে ঘিরে শিরোমণি অকালি দলে ফাটল আরও চওড়া হল। বুধবার দলবিরোধী কাজের জন্য ৮ বিদ্রোহী নেতৃত্বকে বহিষ্কার করে দলের শৃঙ্খলারক্ষা কমিটি। তারপরই সুর চড়িয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক সুখদেব সিং ধিন্দসা। এই বহিষ্কারের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে দাবি করেছেন তিনি।  শুধু তাই নয়, সিদ্ধান্তের বৈধতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার ধিন্দসা বলেছেন,  কাউকে বহিষ্কারের ক্ষমতা নেই বলবিন্দর সিং ভুন্দুরের নেতৃত্বাধীন শৃঙ্খলারক্ষা কমিটির। এব্যাপারে এক্তিয়ার রয়েছে শুধুমাত্র দলের ওয়ার্কিং কমিটির। সেজন্য বহিষ্কারের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন তিনি। যদিও এবিষয়ে ধিন্দসার কোনও ক্ষমতাই নেই বলে দাবি উড়িয়ে করেছে দল। 
ঘটনার সূত্রপাত বুধবার। দলের সভাপতি সুখবীর সিং বাদল এবং তাঁর স্ত্রী তথা সাংসদ হরসিমরত কৌরের বিরুদ্ধে বিদ্রোহের জন্য ৮ নেতানেত্রীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রাক্তন অধ্যক্ষ বিবি জাগির কৌর, প্রাক্তন সাংসদ প্রেম সিং চান্দুমাজরা, প্রাক্তন বিধায়ক গুরুপ্রতাপ সিং ওয়াদেলার মতো একাধিক হেভিওয়েট। এবার তাঁদের হয়ে আসরে নামলেন ধিন্দসা। যদিও অকালি দল ধিন্দসার বক্তব্য উড়িয়ে দিয়েছে। বলবিন্দর সিং ভুন্দুর জানিয়েছেন, শৃঙ্খলারক্ষা কমিটির নির্দেশ বদলের ক্ষমতা নেই ধিন্দসার। এরপরই তাঁর সংযোজন, ধিন্দসা একজন বর্ষীয়ান নেতৃত্ব। তাই তাঁর জানা উচিত যে, কোনও পৃষ্ঠপোষক দলের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারেন না। এটি দুর্ভাগ্যজনক যে, অভিযুক্তদের দলবিরোধী কার্যকলাপে লিপ্ত না হওয়ার পরামর্শ দেওয়ার পরিবর্তে ধিন্দসা বহিষ্কৃতদের পাশে দাঁড়াচ্ছেন।  
বলবিন্দর সাফ জানিয়েছেন, দলের ওয়ার্কিং কমিটির গৃহীত প্রস্তাব মেনে না নেওয়ার কারণেই ৮ নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। তাঁর অভিযোগ, ওই নেতারা দলের সভাপতির অনুমোদন ছাড়াই সমান্তরাল সংগঠন গড়ে দলবিরোধী কাজে লিপ্ত হয়েছিলেন।
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা