দেশ

ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, পুনেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩

মুম্বই, ২৫ জুলাই: ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক এলাকা। পুনের পরিস্থিতিও অত্যন্ত খারাপ। জনজীবন সম্পূর্ণভাবে ব্যাহত। বন্ধ রয়েছে স্কুল-কলেজও। একাধিক রাস্তা জলমগ্ন। পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে উদ্ধার কাজে নামল সেনাও। পুনের পিম্পরি-ছিঞ্চওয়াড়ে এলাকায় জল ঢুকে গিয়েছে একাধিক আবাসনে। সেখানে থাকা আবাসিকদের উদ্ধারের জন্য নামানো হয়েছে নৌকা। অন্যদিকে, পুনেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজন যুবকের। অন্যদিকে, এখানেই ধসে মৃত্যু হয়েছে আরও একজনের। জখম হয়েছেন একজন।  উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফকে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের থানে, সিওন এবং আন্ধেরি এলাকা। ব্যাপক যানজট রয়েছে মুম্বইয়ের একাধিক রাস্তায়। পরিস্থিতি এতটাই খারাপ যে আজ, বৃহস্পতিবারের একাধিক উড়ান বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। জল জমার কারণে বন্ধ রয়েছে আন্ধেরির সাবওয়েও। বৃহন্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, শহরে জলের জোগান দেয় যে দুটি হৃদ (মোদক সাগর ও বিহার) তার জলও বিপদসীমার উপরে চলে গিয়েছে। পুনেতে আপাতত মোতায়েন করা হয়েছে এনডিআরএফের তিনটি দল। দমকলের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। আগামী ৪৮ ঘণ্টা পুনের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার বৃষ্টির জেরে বিপর্যস্ত হল মুম্বই। বাণিজ্য নগরী কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। দুশ্চিন্তা বাড়িয়ে আজ, বৃহস্পতিবারও মুম্বই, থানে, পালঘর ও রায়গড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কাল, শুক্রবারও মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা