বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেবে সরকার, মিলবে ৩ শতাংশ সুদ ছাড়ও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: উচ্চ শিক্ষায় ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে মোদির এনডিএ সরকার। মঙ্গলবার লোকসভায় ২০২৪-২৫ আর্থিক বছরের সাধারণ বাজেটে এ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতি বছর এক লক্ষ পড়ুয়াকে এক্ষেত্রে ঋণ দেবে কেন্দ্রীয় সরকার। মোট ঋণের তিন শতাংশ সুদ ছাড়ও মিলবে। তবে এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে মানতে হবে শর্ত। একমাত্র দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা করলে তবেই পাওয়া যাবে এহেন ঋণের পরিষেবা। এদিন বাজেট ঘোষণায় এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যদিও মাত্র এক লক্ষ পড়ুয়ার কথা ভেবে কেন্দ্রের এহেন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘১৩০ কোটির দেশে এক লক্ষ ছাত্রছাত্রীর হিসেব ম্যাটারই করে না। শুধুমাত্র ডোমেস্টিক স্টুডেন্টদের এই টাকা দেওয়া হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে এই টাকা তো আমরা সবাইকেই দিই। যারা বাইরে পড়তে যায়, তারাও পায়।’ 
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কেন্দ্রীয় সরকারের উদ্দেশে চরম শ্লেষাত্মক টুইট, ‘জনবিরোধী সরকারের জনবিরোধী বাজেট! তার মধ্যে যেটুকু লক্ষ্যণীয় তা হল ‘টোকাটা দেখুন’। অর্থাৎ ‘পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রকল্প’ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পকে নকল করে করতে হয়েছে। তা টুকছেন, টুকুন। আমাদের আপত্তি নেই, খালি ঋণ স্বীকারটুকু করার সাহস দেখালে ভালো হতো না?’ রাজ্যের শাসক দলের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকেই নতুনভাবে পেশ করতে চাইছে মোদির এনডিএ সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে স্কুল শিক্ষা খাতে অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করেছে কেন্দ্র। স্কুল শিক্ষা দপ্তরের বাজেট বরাদ্দ হয়েছে ৭৩ হাজার ৮ কোটি ১০ লক্ষ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে এই খাতে সংশোধিত বাজেট ছিল ৭২ হাজার ৪৭৩ কোটি ৮০ লক্ষ টাকা। 
উচ্চ শিক্ষায় এবারের বাজেট বরাদ্দের পরিমাণ ৪৭ হাজার ৬১৯ কোটি ৭৭ লক্ষ টাকা। ইউজিসির অর্থ বরাদ্দের পরিমাণ ৬ হাজার ৪০৯ কোটি টাকা থেকে কমে হয়েছে আড়াই হাজার কোটি টাকা। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খাতে বাজেট বরাদ্দের পরিমাণ সাড়ে আট হাজার কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৯ হাজার ৩০২ কোটি ৬৭ লক্ষ টাকা। এনসিইআরটির বাজেট বেড়েছে সামান্যই। ৪৮০ কোটি থেকে ৫১০ কোটি টাকা। 
পিএম পোষণ (মিড-ডে-মিলও অন্তর্ভুক্ত) প্রকল্পে বাজেট বরাদ্দের পরিমাণ ১০ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১২ হাজার ৪৬৭ কোটি ৩৯ লক্ষ টাকা। পিএম-শ্রী-স্কুল প্রকল্পেও বেড়েছে বাজেট বরাদ্দের পরিমাণ। ২ হাজার ৮০০ কোটি টাকা থেকে ৬ হাজার ৫০ কোটি টাকা।
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা