বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাজেটে বিহারের জন্য কল্পতরু মোদি! আর্থিক সাহায্য অন্ধ্রপ্রদেশকেও, কুর্সি বাঁচানোর বাজেট কটাক্ষ তৃণমূলের

নয়াদিল্লি, ২৩ জুলাই: শরিকি জ্বালা! প্রকাশ্যে স্বীকার না করলেও সেই জ্বালায় জ্বলছে মোদির সরকার। এমনটাই মত ছিল বিশেষজ্ঞ মহলের। আজ, মঙ্গলবার তার প্রমাণও মিলল হাতেনাতে। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটের সিংহভাগ প্রকল্প ও আর্থিক বরাদ্দই ঘোষণা করা হয়েছে বিহারের জন্য! এর আগে বিহারের তরফে বারবার দাবি করা হয়েছিল বিশেষ রাজ্যের মর্যাদা দিক কেন্দ্রীয় সরকার। বর্তমানে এনডিএ সরকারের শরিক নীতীশ কুমারও সেই দাবিতেই অনড় ছিলেন। যদিও বাজেটে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি। কিন্তু তার বদলে বিহারের জন্য কল্পতরু হয়েছেন মোদি। বিমানবন্দর, আর্থিক সাহায্য, বিদ্যুৎ, জল, বন্যা প্রতিরোধ, সড়ক উন্নয়ন থেকে শুরু করে বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে শুধুমাত্র বিহারের জন্য। অন্ধ্রপ্রদেশের জন্যও কিছু আর্থিক সাহায্য ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সেটা কখনই বিহারকে ছাপিয়ে যায়নি। বিরোধীরা বারবার কটাক্ষ করে এসেছে কেন্দ্রের এনডিএ সরকার চলছে দু’জনের কাঁধে ভর করে। একজন হলেন জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অপরজন হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। ফলে প্রত্যাশা ছিলই যে এবারের বাজেটে এই দুই রাজ্যকেই ঢালাও উপহার দেবেন মোদি। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে তা সামান্য হলেও বিহারের ক্ষেত্রে কার্যত হাত উপুড় করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আজ ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পড়তে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, সড়ক-পরিবহণের গতি আরও বাড়াতে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-ভাগলপুর এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। বুদ্ধগয়া-রাজগীর-বৈশালী-দ্বারভাঙাতেও হবে নতুন রাস্তা। বক্সারে গঙ্গার উপরে হবে দুই লেনের সেতু। এছাড়াও বিহারের রাস্তা ও বিদ্যুতের জন্য ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, কাশীর ধাঁচে গয়া এবং বুদ্ধগয়ায় করিডর হবে। রাজগীর-নালন্দাতেও উন্নয়নের জন্য কাজ করা হবে। নতুন মেডিক্যাল কলেজ ও খেলাধুলার ক্ষেত্রে বিশেষ পরিকাঠামোগত সুবিধাও দেওয়া হবে বিহারকে। প্রত্যেক বছরেই বন্যার জেরে ব্যাপক ক্ষতি হয় বিহারে। সেই কারণেও আর্থিক সাহায্য করা হয়েছে এবারের বাজেটে। বন্যা প্রতিরোধে বিহারের জন্য ১১ হাজার ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ায় সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। বিহারের সমতুল্য না হলেও আরও এক শরিক চন্দ্রবাবুকে খুশি করতে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এমনটাই মত রাজনৈতিক মহলের।
অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এছাড়াও অন্ধ্রপ্রদেশের উন্নয়নে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের দুটি ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য বিশেষ আর্থিক সাহায্যও করা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। বাজেটে অন্ধ্র ও বিহারের বিষয়ে জোর দেওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এই বিষয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এই বাজেট হল কুর্সি বাঁচাও বাজেট।’ অপরদিকে ওড়িশার পর্যটনে জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য নতুন পূর্বোদয়া প্রকল্পের কথাও ঘোষণা করেছেন তিনি।
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা