বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দোকানির নাম লিখতে জোরাজুড়ি নয়, কাঁওয়ার যাত্রা নিয়ে সুপ্রিম-নির্দেশ

নয়াদিল্লি: কাঁওয়ার যাত্রা পথে সমস্ত খাবার ও অন্যান্য দোকানের বাইরে মালিকের নাম লিখতে বাধ্য করা যাবে না। সোমবার থেকে শুরু হয়েছে কাঁওয়ার যাত্রা। আর সেদিনই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ‘হিটলারি ফতোয়া’ নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মামলায় সর্বোচ্চ আদালতের বক্তব্য, ‘দোকান মালিক ও কর্মীদের নাম লিখতে বাধ্য করে বিশেষ কোনও উদ্দেশ্য সাধন হবে না। এই নির্দেশ কার্যকর করা হলে তা ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে লঙ্ঘন করবে।’ উত্তরপ্রদেশের পর দোকানের বাইরে মালিক ও সব কর্মীদের নাম লেখার নির্দেশ দিয়েছিল উত্তরাখণ্ড সরকারও। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরেও একই নির্দেশিকা জারি করা হয়। প্রতি ক্ষেত্রেই দোকানে মালিকের নাম লেখা বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার ও উজ্জয়িনী পুরসভাকে তাদের বক্তব্য জানাতে নোটিস জারি করেছে আদালত। আদালতের রায়কে স্বাগত জানিয়ে মহুয়া বলেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছিল। সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। এটি ভারতের আম আদমির জয়। সংবিধানের জয়।
প্রতি বছর শ্রাবণ মাসে দীর্ঘ পথ হেঁটে শিবের মাথায় জল ঢালেন পুণ্যার্থীরা। উত্তর ভারতে একে বলা হয় কাঁওয়ার যাত্রা। উত্তরপ্রদেশের মুজফফরনগর পুলিস এই যাত্রাপথে সমস্ত খাদ্য ও অন্যান্য দোকান, ঠেলায় পণ্য বিক্রেতাদের নাম স্পষ্ট হরফে লেখার নির্দেশ দেয়। অভিযোগ ওঠে যে, দোকান মালিকদের ধর্ম চিনতে যাতে সুবিধা হয়, তার জন্যই এই নির্দেশ।  চাপে পড়ে পুলিস কিছুটা পিছিয়ে এলেও স্বয়ং যোগী আদিত্যনাথ ঘোষণা করেন,  শুধু মুজফফরনগর নয়, যেখান দিয়ে কাঁওয়ার যাত্রা হবে সেখানেই এই নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়ে এনডিএর অন্দরেও বিরোধিতা শুরু হয়। বিজেপির জোটসঙ্গী জেডিইউ, আরএলডি ও চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি এই নির্দেশের সমালোচনা করে। 
এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। পাশাপাশি একটি সংগঠন ও আরও দুই ব্যক্তিও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সোমবার শুনানি চলাকালীন আবেদনকারীদের আইনজীবী অভিষেক সিংভি জানান, কেউ রেস্তোরাঁয় যায় মেনু দেখে, তা খাবার পরিবেশন করছে, তা দেখে নয়। এই নির্দেশ সংবিধানের পরিপন্থী। পুলিস ও প্রশাসন এমন নির্দেশ দিতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন সিংভি। শুনানির পর বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এস ভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চ জানায়, জোর করিয়ে দোকান মালিক ও কর্মীদের নাম লেখানো যাবে না। একইসঙ্গে আদালত জানিয়েছে, কাঁওয়ার যাত্রার সময় পুণ্যার্থীরা যাতে পছন্দসই নিরামিষ খাবার পান ও তা যাতে পরিচ্ছন্নভাবে রান্না করা হয়, তার নিশ্চিত করতে হবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দোকানে আমিষ নাকি নিরামিষ খাবার বিক্রি হচ্ছে, সেই বিষয়টি বাইরে লেখা যেতে পারে। 
সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস। দলের মিডিয়া বিভাগের প্রধান পবন খেরা বলেন, ‘এই নির্দেশ সংবিধান বিরোধী ছিল। কংগ্রেস সহ সব বিরোধী দল এর প্রতিবাদ জানিয়েছে। আশা করব প্রধানমন্ত্রী ও তাঁর মুখ্যমন্ত্রীরা রাজধর্ম সম্পর্কে অবহিত রয়েছেন।’ এই রায়কে সৌহার্দ্যের জয় বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমাজবাদী প্রধান অখিলেশ যাদবও।
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা