বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কাপড় দিয়ে বাঁধা রেল লাইনের সংযোগস্থল! ডিব্রুগড় এক্সপ্রেস তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: অন্তর্ঘাত প্রমাণে রেলমন্ত্রক চেষ্টার কোনও ত্রুটি রাখছে না! তারপরও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। কারণ ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনায় ক্রমশই ধূসর হচ্ছে রেলেরই ছড়িয়ে দেওয়া নাশকতার সম্ভাবনার তত্ত্ব। আর তার সঙ্গে পাল্লা দিয়ে সামনে আসছে রেলেরই ভয়ানক গাফিলতির ছবি। শনিবার সামনে এসেছিল তদন্ত রিপোর্টের একাংশ। রবিবার জানা গিয়েছে, নিছকই রেল লাইনে গোলযোগ নয়। কাপড়ের টুকরো দিয়ে বাঁধা ছিল লাইনের সংযোগস্থল! এই তথ্য বাস্তবিকই শিউরে ওঠার মতো। এর অর্থ, দুর্ঘটনা ছিল সময়ের অপেক্ষা। হতাহতের সংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পেতে পারত। গাফিলতির এই পূর্ণাঙ্গ ছবি ফের প্রমাণ করে দিচ্ছে, সেমি-হাইস্পিড বন্দে ভারত ট্রেন, হাইস্পিড বুলেট ট্রেন অথবা ‘কবচ’ প্রযুক্তি নিয়ে মোদি সরকার যতই মাতামাতি করুক না কেন, আদতে রেল পড়ে রয়েছে সেই তিমিরেই। অর্থাৎ, যাবতীয় ‘আত্মপ্রচার’ নেহাতই খাতায় কলমে। শুধু তাই নয়। এখনও প্রতিদিন রেলযাত্রীদের কার্যত প্রাণ হাতে নিয়েই ট্রেনে চাপতে হয়। 
যে রেল লাইন দিয়ে দ্রুত গতির মেল বা এক্সপ্রেস ট্রেন চলাচল করে, সেই অংশে কীভাবে কাপড়ের টুকরো দিয়ে লাইন জুড়ে দেওয়া হল? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কাপড়ের টুকরো দিয়ে বাঁধা থাকলেও সেটি কীভাবে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকের নজর বেমালুম এড়িয়ে গেল, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এই প্রশ্নেই প্রমাণ হচ্ছে, কাগজে-কলমে ঢাকঢোল পেটালেও আদতে রেলযাত্রীদের জীবন নিয়ে একপ্রকার ছিনিমিনিই খেলছে রেল বোর্ড। 
লাইনে যে পাথরের স্লিপার থাকে, তার সঙ্গে লাইনকে ঠিকমতো আটকে রাখার জন্য ‘প্যান্ড্রোল ক্লিপ’ ব্যবহার করা হয়। এর পোশাকি নাম ‘ইলাস্টিক রেল ক্লিপস’ (ইআরসি)। এর ফলে উচ্চ গতির ট্রেন চলাচলের সময় সামগ্রিক বন্দোবস্তের মধ্যে একটি ভারসাম্য আসে। রেল লাইন থেকে ছিটকে পড়ে না ট্রেন। রেলের শীর্ষ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যে অংশে দুর্ঘটনা ঘটেছে, সেখানে অন্তত ৭০টি ইআরসি’কে কাপড়ের টুকরো দিয়ে বেঁধে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবেই তা মজবুত হয়নি। এখানেই শেষ নয়। রেল সূত্র জানাচ্ছে, ওই অংশে প্রায় ১৫০টি এমন ক্লিপ পাওয়া গিয়েছে, যেগুলো ঢিলেঢালা অবস্থায় ছিল। কমবেশি ৪০টি ক্লিপ ঠিকমতো বসানোই ছিল না। এর অর্থ, নজরদারির ব্যাপক অভাব। সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ‘ইমিডিয়েট রিমুভাল ডিফেক্ট’ রিপোর্ট পাঠানো সত্ত্বেও কেন এই হাল, তা নিয়েও ছড়িয়েছে জল্পনা।
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা