দেশ

আইটি হাবে দৈনিক ১৪ ঘণ্টা সপ্তাহে ৫ দিন কাজ, কর্ণাটক সরকারের নয়া প্রস্তাবে বিতর্ক

নয়াদিল্লি: কর্ণাটকে বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে বিতর্ক তুঙ্গে। সমালোচনার মুখে আপাতত তা ঠান্ডাঘরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধারামাইয়া সরকার। এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মীদের সংগঠন। তারা জানিয়েছে, কর্ণাটকের তথ্যপ্রযুক্তি কর্মীদের দৈনিক কাজের সময়সীমা বাড়িয়ে ১৪ ঘণ্টা করতে চাইছে কংগ্রেস সরকার। সম্প্রতি শ্রমদপ্তর আয়োজিত এক বৈঠকে এসংক্রান্ত প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কর্ণাটক শপস অ্যান্ড কমার্শিয়াল এসটেবলিস্টমেন্ট অ্যাক্টও সংশোধনের পরিকল্পনা করছে তারা। কর্ণাটকের তথ্যপ্রযুক্তি কর্মী সংগঠন (কেআইটিইউ)-র এই দাবি ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের বক্তব্য সত্যি হলে দেশের আইটি হাব হিসেবে পরিচিত বেঙ্গালুরুর কর্মসংস্কৃতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। কারণ সপ্তাহে পাঁচদিনের হিসেবে ৭০ ঘণ্টা কাজ করতে হবে। মুখে কুলুপ এঁটেছে সিদ্ধারামাইয়া সরকার। কেআইটিইউর অভিযোগ, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে তিনটি শিফ্টে কাজ হয়। কিন্তু, রাজ্য সরকারের নয়া পরিকল্পনা বাস্তবায়িত হলে একটি শিফ্টে কাজ বন্ধ হয়ে যাবে। অর্থাত্ বেশ কিছু মানুষ কাজ হারাবেন। বর্তমানে ওভারটাইম ধরে দৈনিক সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করানো যায়। নয়া সংশোধনী বাস্তবায়িত হলে সেই সময়সীমা উঠে যাবে। সম্ভাব্য এই সংশোধনীকে ‘শ্রমজীবী মানুষের স্বার্থের উপর বর্তমান সময়ের সবচেয়ে বড় আঘাত’ বলে উল্লেখ করেছে কেআইটিইউ। ওই সংগঠন জানিয়েছে, তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতদের ৪৫ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন। ৫৫ শতাংশের শরীরে বাসা বেঁধেছে নানা ব্যাধি। কাজের সময় আরও বাড়িয়ে দিলে সমস্যা জটিল আকার ধারণ করবে। প্রসঙ্গত, গত বছর তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিও সপ্তাহে অন্তত ৭০ ঘণ্টা কাজের প্রসঙ্গ তুলেছিলেন। 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য ও উন্নতির যোগ। আর্থিক উন্নতি হবে। দৈবকর্মে সক্রিয়তা বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা