বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

অনুপ্রবেশ মোকাবিলায় বিএসএফকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৯৪৭ থেকে শুরু। বাংলাদেশের যে কোনও অস্থিরতার জেরে হাজার হাজার মানুষ পালিয়ে ঢুকে পড়েছে ভারতে। বিশেষ করে পশ্চিমবঙ্গে। এখনও চলছে অনুপ্রেবেশ। প্রতিদিনই। এমতাবস্থায় বাংলাদেশজুড়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি যে রাজনৈতিক অরাজকতা চলছে, তার জেরে  রীতিমতো শঙ্কিত ভারত সরকার। একদিকে বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলা হয়েছে বাংলাদেশ সরকার এবং ভারতীয় দূতাবাসকে। অন্যদিকে, কড়া নজরদারি জারি করার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফকে বলা হয়েছে, ভারতীয়দের দ্রুত সীমান্ত পেরিয়ে ফিরিয়ে আনায় সাহায্য করতে। পাশাপাশি সীমান্ত এলাকায় প্রহরা ও নজরদারি বাড়াতে বিএসএফ বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত লাগোয়া বাংলাদেশি অঞ্চলগুলিতে অশান্তির আগুন ছড়ালে প্রয়োজনে সব সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের পড়ুয়াদের বিষয় খোঁজ নিতে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন পশ্চিমবঙ্গের রেসিডেন্ট অফিসার।
ভারতের উদ্বেগের কারণ, বাংলাদেশের আন্দোলন একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছড়িয়েছে, তেমনই আবার ট্রেন, স্টেশন, সরকারি ভবনে আগুন দেওয়া এবং জেল ভেঙে বন্দিদের পালাতে সাহায্য করার মতো ঘটনাও ঘটেছে। অতএব ক্রমেই স্পষ্ট হয়েছে, আওয়ামি লিগের ছাত্র সংগঠন বনাম জামাত-বিএনপি-ইসলামিক ছাত্র শিবিরের মধ্যে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে। গোটা আন্দোলন রাজনৈতিক দিকে বাঁক নিয়েছে। আবার একইসঙ্গে যেভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে পুলিশ প্রশাসনকে, সেক্ষেত্রে বহিরাগত প্ররোচনা ও যোগসূত্র নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে অশান্তির সুযোগ নিয়ে সাম্প্রদায়িক শক্তি যদি আবার হিন্দু বিতাড়নের সুযোগ নেয়, তাহলে ভারতেই আছড়ে পড়বে উদ্বাস্তু স্রোত। সেই কারণে ভারত সরকার সতর্ক অবস্থান নিয়েছে। শনিবার পর্যন্ত বিভিন্ন সীমান্ত পেরিয়ে প্রায় এক হাজার ভারতীয় ফিরে এসেছে। বাংলাদেশজুড়ে এখনও প্রায় চার হাজার ভারতীয় ছাত্রছাত্রী রয়েছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। একইভাবে তাদের নাগরিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সাহায্য চেয়েছে নেপাল ও ভূটান। বাংলাদেশ সরকারকে নয়াদিল্লি বলেছে, ঢাকা এরং চট্টগ্রাম থেকে ভারতে নিয়মিত বিমান চলাচল নিশ্চিত করতে। 
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা