বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কাঁওয়ার যাত্রাপথে দোকানে লিখতে হবে মালিকের নাম, নতুন ফরমান উত্তরপ্রদেশে

নয়াদিল্লি: কাঁওয়ার যাত্রা পথে সমস্ত খাবার ও অন্যান্য দোকানের বাইরে মালিকের নাম স্পষ্টভাবে লিখে রাখতে হবে। যোগীরাজ্যের মুজফফরনগরের পুলিসের এই ফরমান ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। এই নির্দেশের অর্থ বুঝে নিতে দেরি হয়নি কারও। তীর্থযাত্রীদের যাতে দোকান মালিকের ধর্ম চিনে নিতে অসুবিধা না হয়, সেজন্যই এই নির্দেশ। যোগী সরকারের ধর্মীয় বিভাজনের এই নয়া নকশার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তারা পুরো বিষয়টির সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবিদ্বেষী জমানা ও নাৎসী জার্মানির হিটলারের  তুলনা টেনেছে।  
প্রতি বছরই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে দীর্ঘপথ যাত্রা করেন পুণ্যার্থীরা। উত্তরভারতে একে বলা হয় কাঁওয়ার যাত্রা। এবার আগামী ২২ জুলাই এই যাত্রা শুরু হচ্ছে। তার আগে উত্তরপ্রদেশের মুজফফরনগর পুলিস এই যাত্রাপথে সমস্ত খাদ্য ও অন্যান্য দোকান, এমনকী ঠেলায় চাপিয়ে পণ্যবিক্রেতাদের নাম স্পষ্ট হরফে লেখার নির্দেশ দিয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে চূড়ান্ত ধাক্কা খেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে তারা ধর্মীয় বিভাজনের রাজনীতিকেই আঁকড়ে ধরতে চাইছে বলে বিরোধীদের অভিযোগ। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির হিন্দুত্বের ‘ফায়ার ব্র্যান্ড’ নেতা গিরিরাজ সিং দাবি করেছিলেন, হিন্দু ধর্মীয় স্থান ও কাঁওয়ার যাত্রা পথে মুসলিমদের দোকানপাট বন্ধ করা দরকার। একই সুরে বক্তব্য রেখেছিলেন উত্তরপ্রদেশের এক মন্ত্রীও। তারপরই মুজফফরনগরের পুলিস সুপার অভিষেক সিং জানান, জেলায় কাঁওয়ার যাত্রার পথে সমস্ত খাদ্য দোকান, হোটেল, ধাবা ও ঠেলায় করে বিক্রেতাদের তাঁদের নাম লিখে রাখতে বলা হয়েছে। কাঁওয়ারিদের যাতে কোনও সংশয় না হয় এবং ভবিষ্যতে কোনও অভিযোগ ঘিরে আইনশৃঙ্খলার সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ। 
এই নির্দেশের প্রতিবাদ জানিয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, বিএসপি নেত্রী মায়াবতী সহ অন্যান্য বিরোধী নেতা এবং বিশিষ্টরা।  মায়াবতী ও অখিলেশ উভয়েই বলেছেন, এধরনের নির্দেশ সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতির পরিপন্থী। অবিলম্বে তা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা। কংগ্রেস এমন নজিরবিহীন নির্দেশের জন্য জেলা পুলিসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির দাবি, কাঁওয়ারিরা যাতে মুসলিমদের দোকান থেকে জিনিসপত্র না কেনেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন বিভাজনকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ ও হিটলারের জার্মানিতে ‘জুডেন বয়কট’ বলা হতো। উল্লেখ্য, হিটলারের আমলে  ইহুদিদের দোকান বয়কট করা হতো। একেই বলা হয় ‘জুডেন বয়কট’।
বলিউডের বিশিষ্ট সুরকার তথা চিত্রনাট্যকার জাভেদ আখতারও মুজফফনগরের পুলিসের এই ফরমানকে নাৎসী জার্মানির বিদ্বেষের সঙ্গে তুলনা করেছেন। তীব্র বিতর্কে মুখে জেলা পুলিসের সাফাই, কোনও ধর্মীয় বৈষম্য নয়, পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই নির্দেশ। 
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা