বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘রাজনীতিবিদরা কি ফুচকা বিক্রি করবেন?’ শঙ্করাচার্যকে কটাক্ষ সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনার

মুম্বই, ১৮ জুলাই: নাম না করে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন জ্যোতির্ময় পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। পাশে দাঁড়িয়েছেন শিবসেনা নেতা উদ্ধব থ্যাকারের। ‘উদ্ধব থ্যাকারে প্রতারিত হয়েছেন’, এমনই মন্ত্যবই করেন শঙ্করাচার্য। সেই কারণেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এমনিতেই বিতর্কিত মন্তব্য করায় কঙ্গনার জুরি মেলা ভার। তার উপর জ্যোতির্ময় পীঠের শঙ্করাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল, বুধবার কঙ্গনা এক্সে লিখেছেন, ‘রাজনীতিতে এই ধরনের ঘটনা ঘটবে এটা স্বাভাবিক বিষয়। আকছার ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে রাজনৈতিক দলে। ১৯০৭ ও ৭১ সালে কংগ্রেসও ভেঙেছিল। রাজনীতিবিদরা যদি রাজনীতি না করেন, তা হলে করবেনটা কী! তাঁরা কি ফুচকা বিক্রি করবেন?’ মান্ডির সাংসদ আরও বলেন, ‘তা ছাড়া ধর্মেই বলা আছে, রাজা যখন অত্যাচারী হয়ে ওঠে, ক্ষমতার অপব্যবহার শুরু করে, তখন বিশ্বাসঘাতকতাই একমাত্র উপায়।’ জ্যোতির্ময় পীঠের শঙ্করাচার্যের বিরুদ্ধে করা এহেন মন্তব্যকে ভালো চোখে দেখছেন না নেট নাগরিকরা। কয়েকদিন আগেই শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারের সঙ্গে দেখা করেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। আর তারপরেই উদ্ধবের সমর্থনে মুখ খোলেন তিনি। বলেন, ‘উদ্ধব থ্যাকারে প্রতারিত হয়েছেন।’ উদ্ধবই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন বলেও দাবি করেন তিনি। শঙ্করাচার্য বলেন, ‘আমরা সকলেই সনাতন ধর্মের অনুসারী। আমাদের কাছে পাপ ও পুণ্যর একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। সেই হিসেবে সবচেয়ে বড় পাপ হল বিশ্বাসঘাতকতা। উদ্ধব থ্যাকারেও প্রতারিত হয়েছেন। তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতার ঘটনায় আমরা সকলেই অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। তাঁকে সেকথাও বলেছি। যতদিন না উদ্ধব থ্যাকারে আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন, আমাদের যন্ত্রণা মিটবে না।’একই সঙ্গে তিনি আরও জানান, যে ব্যক্তি প্রতারণার সঙ্গে যুক্ত থাকেন, তিনি কখনও হিন্দু হতে পারেন না। তাঁর কথায়, ‘যিনি সহ্য করতে পারেন, তিনিই হিন্দু। গোটা ঘটনায় মহারাষ্ট্রের মানুষ অত্যন্ত ব্যথিত। সদ্যসমাপ্ত নির্বাচনের ফলাফলেও সেই ছবিটা স্পষ্ট। যাঁরা নেতাকে নির্বাচন করেন, তাঁদের প্রতি এই বিষয়টি অসম্মান ছাড়া আর কিছুই নয়। মাঝপথে কোনও নির্বাচিত সরকার ভেঙে দেওয়া ঠিক নয়। কারণ, জনগণের রায়ে সরকার গঠিত হয়। এমন ঘটনায় তাঁদের রায়কেই অপমান করা হয়।’ শিবসেনা শিবিরকে দু’ভাগে ভেঙে বিজেপির সঙ্গে জোটে গিয়ে সরকার গড়েছিলেন একনাথ সিন্ধে। ফেলে দিয়েছিলেন শিবসেনা(উদ্ধবপন্থী)-এনসিপি-কংগ্রেসের জোট সরকার। সেই কথা স্মরণ করিয়ে দিয়েই এই মন্তব্যগুলি করেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ, মত রাজনৈতিক মহলের।   
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা