দেশ

স্বামীর অ্যাকাউন্ট, এটিএম কার্ডে অধিকার স্ত্রীর, খোরপোশ পাবেন মুসলিম বধূরাও

নয়াদিল্লি: নারী-অধিকার। এবং ধর্ম নির্বিশেষে। এই অধিকারের জোরে মুসলিম মহিলারা যেমন খোরপোশ পাবেন, ঠিক তেমনই যে কোনও গৃহবধূ অধিকারী হবেন জয়েন্ট অ্যাকাউন্ট এবং স্বামীর এটিএম কার্ডের। বুধবার এক যুগান্তকারী রায় এবং পর্যবেক্ষণে একথাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ‘হোম মেকার’রা যাতে কোনওভাবেই সাংসারিক বঞ্চনার শিকার না হন, ফৌজদারি কার্যবিধির ১২৫ অনুচ্ছেদ সামনে রেখে তার রূপরেখা তৈরি করে দিলেন বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহ। আর তাঁদের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, শুধুমাত্র গৃহবধূ নন, এই ধারা প্রযোজ্য সমগ্র নারী সমাজের ক্ষেত্রে। ধর্ম নির্বিশেষে প্রত্যেক মহিলা চাইতে পারেন খোরপোশও। কারণ, খোরপোশ কোনও দয়া-দাক্ষিণ্য নয়। সব বিবাহিতা মহিলার অধিকার।
তেলেঙ্গানার এক মুসলিম মহিলা বিবাহবিচ্ছেদের পর আবেদন জানিয়েছিলেন খোরপোশের। পারিবারিক আদালত তাঁর আর্জিতে সিলমোহর দেয়। এরপর তাঁর স্বামী মহম্মদ আবদুল সামাদ ওই নির্দেশকে তেলেঙ্গানার হাইকোর্টে চ্যালেঞ্জ জানান। সেখানে রায় বহাল থাকলে সামাদ দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। এদিন শীর্ষ আদালতও ফিরিয়ে দিল সামাদকে। এদিনের রায় ১৯৮৫ সালের শাহবানো মামলার স্মৃতিই উস্কে দিয়েছে বলে মনে করা হচ্ছে। সেবারও শীর্ষ আদালত জানিয়েছিল, ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারা সব ধর্মের মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। একজন সক্ষম পুরুষ কোনওভাবেই তাঁর স্ত্রী, সন্তান বা বাবা-মায়ের দায় এড়াতে পারেন না। তাঁদের বঞ্চিত করতে পারেন না। ১৯৮৬ সালের মুসলিম মহিলা (বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে অধিকার রক্ষা) আইনে অবশ্য খোরপোশের জন্য কিছু শর্ত রাখা হয়। কিন্তু এদিন আদালত বলেছে, ১৯৮৬ সালের ওই আইন ১২৫ অনুচ্ছেদের ধর্মনিরপেক্ষ ধারার ঊর্ধ্বে নয়। তাই বিবাহবিচ্ছেদের পর স্বামীর কাছে খোরপোশ চাইতে কোনও শর্ত পূরণ করতে হবে না মুসলিম মহিলাদের। এই প্রসঙ্গেই স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও এটিএম কার্ডেও স্ত্রীর অধিকার রয়েছে বলে পর্যবেক্ষণে জানিয়েছে শীর্ষ আদালত। 
সুপ্রিম কোর্টের সাফ কথা, গৃহবধূদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। স্ত্রী যে গৃহবধূ হিসেবে মানসিক ও অন্যান্যভাবে তাঁর উপর কতটা নির্ভরশীল, তা অনেক স্বামীই বুঝতে পারেন না। সংসারের দায়দায়িত্ব সামলাতে গিয়ে মহিলারা নিজেদের সম্পূর্ণভাবে উজাড় করে দেন। পরিবারের জন্য গৃহবধূদের এই অপরিহার্য ভূমিকা ও আত্মত্যাগকে ভারতীয় পুরুষ সমাজের স্বীকৃতিদানের সময় এসেছে। আদালতের পর্যবেক্ষণে স্ত্রীকে স্বামীর আর্থিক সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গেই পরিবারে মহিলাদের আর্থিক স্থিতিশীলতার প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানিয়েছে বেঞ্চ। সুপ্রিম কোর্ট বলেছে, স্ত্রীকে আর্থিক দিক থেকে সহায়তা দেওয়া অত্যন্ত জরুরি। এজন্য যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার পাশাপাশি এটিএম ব্যবহারের অধিকারও দিতে হবে মহিলাদের। 
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা