দেশ

মুম্বই দুর্ঘটনা: শিবসেনা নেতা রাজেশ শাহকে সাসপেন্ড, ৭ দিনের পুলিস হেফাজতে মিহির

মুম্বই: সোমবার ভোরের মর্মান্তিক দুর্ঘটনা। মুম্বইয়ের ওরলিতে ক্ষমতাসীন দলের নেতার ছেলের বিলাসবহুল গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাইক আরোহী মহিলার। গুরুতর জখম স্বামী। এই ঘটনায় মুম্বইয়ে শিবসেনা (সিন্ধেপন্থী) নেতা রাজেশ শাহর ছেলে মিহিরকে গ্রেপ্তার করা হয়েছে। অস্বস্তির মুখে পড়ে শেষপর্যন্ত রাজেশ শাহকে দলের সদস্যপদ থেকে সাসপেন্ড করেছে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের দল। অন্যদিকে বুধবার মিহিরকে সাতদিনের দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিসি তদন্তে এই মামলায় উঠে আসছে একের পর এক নয়া তথ্য। জানা গিয়েছে, রবিবার রাতভর জুহুর ভাইস গ্লোবাল তাপস পানশালায় পার্টি করেছিল মিহির। মদ্যপ মিহির দুর্ঘটনার পরই তাঁদের পরিবারের চালকের সঙ্গে গাড়ির আসন বদল করেন। তারপর গাড়ি ঘুরিয়ে বান্দ্রার কালা নগরে পালিয়ে যান। সেখানে গিয়েই গাড়ির নম্বর প্লেট বদলে এলাকা ছেড়ে পালান। 
 দুর্ঘটনায় জখমের অভিযোগের ভিত্তিতেই মিহির, তাঁর বাবা রাজেশ ও গাড়িচালক রাজঋষি বিদাওয়াতকে গ্রেপ্তার করেছে পুলিস। তদন্তে স্পষ্ট যে, মদ্যপ অবস্থায় মিহিরই গাড়ি চালাচ্ছিলেন।  রাজেশ ও রাজঋষির বিরুদ্ধে প্রমাণ নষ্ট করারও অভিযোগ উঠেছে। জেরায় মিহির গাড়ি চালানোর কথাও স্বীকার করে নিয়েছেন। যদিও রাজেশ গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন। মিহিরকে আগামী ১৬ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। একইসঙ্গে তিনি নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন। 
এদিকে পুলিস সূত্রে খবর, এই মামলায় মিহিরের বান্ধবীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। জানা যাচ্ছে, ঘাতক গাড়িটিতে পরিত্যক্ত জায়গায় ছেড়ে যাওয়ার আগে অন্তত ৪০ বার মিহির তাঁর বান্ধবীকে ফোন করেছিলেন। তারপর অটো নিয়ে বান্ধবীর বাড়ির উদ্দেশেই রওনা দেন। বান্ধবীর সঙ্গে তাঁর কী  কথা হয়েছিল, তা জানতেই যুবতীকে আটক করা হতে পারে বলে পুলিস সূত্রে খবর। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, পরিচয় গোপন করতে গালভর্তি দাড়িও কামিয়ে ফেলেছিলেন মিহির। আর সেকারণেই রবিবারের পর দু’দিন গা-ঢাকা দিতে সমর্থ হয়েছিলেন অভিযুক্ত যুবক। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় মিহির পুলিসের জালে ধরা পড়েন। এদিকে মিহির ও তাঁর বন্ধুরা ঘটনার আগের রাতে যে পানশালায় গিয়েছিলেন, সেটি বুধবার সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একদিন আগেই ওই পানশালা সিল করেছিল আবগারি দপ্তর। 
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা অন্যান্য ক্ষেত্র থেকে অর্থাগমের উত্তম যোগ। ভুল পরিকল্পনায় কাজকর্মে বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা