দেশ

মারাঠা সংরক্ষণ: অন্য সম্প্রদায়ের কোটায় হেরফের নয়, আশ্বাস সিন্ধে সরকারের

মুম্বই (পিটিআই): চাকরি ও শিক্ষাক্ষেত্রে মারাঠা কোটা নিয়ে ঐকমত্য চায় মহারাষ্ট্র সরকার। তাই, মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। তবে, বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি (এমভিএ) এই বৈঠক বয়কট করেছে। বৈঠকের পর একনাথ সিন্ধে প্রশাসন আশ্বাস দিয়েছে, স্পর্শকাতর বিষয়ের সমস্যা সমাধানের ক্ষেত্রে অন্যান্য সম্প্রদায়ের বর্তমান কোটার কোনও হেরফের হবে না। মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, মারাঠা সম্প্রদায় এবং ওবিসিদের জন্য সংরক্ষণের বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে। তিনি বলেছেন, এই বছরের শুরুতেই আইনের মাধ্যমে মারাঠা সম্প্রদায়কে একটি পৃথক বিভাগের অধীনে ১০ শতাংশ সংরক্ষণের বিষয়টি পাশ হয়েছে। যদিও এক্ষেত্রে অন্যান্য সম্প্রদায়ের কোটায় কোনও হস্তক্ষেপ করা হবে না। সিন্ধে জানিয়েছেন, নিজামের গেজেট পরীক্ষার জন্য ১১ সদস্যের এক প্রতিনিধি দলকে হায়দরাবাদে পাঠানো হয়েছিল। কারণ, ওই গেজেটেই বর্তমান মারাঠাওয়াড়ার মানুষের কুনবি রেকর্ড পাওয়া যাবে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া অংশ এক সময় নিজামের অধীনেই ছিল। কুনবি জাতিগত শংসাপত্র দেওয়া সংক্রান্ত বিতর্কিত বিষয় নিয়েও সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে যোগদানকারী বিভিন্ন দলের প্রতিনিধিদের তরফে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করা হবে। 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা