দেশ

মুম্বইয়ে কি মোদি-মমতা সাক্ষাৎ? জল্পনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১২ জুলাই মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই দিন শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের  অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাওয়ার কথা রয়েছে মমতার। সেখানেই আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজ্যের বকেয়া সহ মূল্যবৃদ্ধির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। এই পর্বে শিবসেনা (ইউটি) দলের নেতা উদ্ধব থ্যাকারের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ১৩ জুলাই রাজ্যে ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর। এর আগে গত ১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর। সেবারও ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক খাতে রাজ্যের বকেয়ার ইস্যুটি মুখ্যমন্ত্রী তুলে ধরেছিলেন বলে জানা গিয়েছিল। তারপর বেশ কয়েক মাস অতিক্রান্ত হলেও রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার কোনও উদ্যোগ দেখা যায়নি। লোকসভা ভোটের প্রচারে এই ইস্যুতে বিজেপি সরকারকে ধারাবাহিক আক্রমণ করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মুম্বইয়ে দু’জনের সাক্ষাতে কী বিষয় উঠে আসে, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য ও উন্নতির যোগ। আর্থিক উন্নতি হবে। দৈবকর্মে সক্রিয়তা বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা