বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

তেলেঙ্গানায় নিগৃহীত দলিত মহিলাকে হাসপাতালে দেখতে গেলেন উপ মুখ্যমন্ত্রী

হায়দরাবাদ: নগর কুর্নুল জেলায় এক দলিত মহিলার উপর অত্যাচারের ঘটনায় জোর চাঞ্চল্য তেলেঙ্গানায়। হাসপাতালে চিকিৎসাধীন ওই নিগৃহীতার সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী। চেনচু আদিবাসী গোষ্ঠীর ২৭ বছরের ওই মহিলার উপর দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। গত শনিবার এই অত্যাচার চরমে পৌঁছয়। ওইদিন কৃষি জমিতে কাজ করতে না যাওয়ায় তাঁকে বেধড়ক মারধর করে চারজন।  অভিযুক্তদের মধ্যে রয়েছে ওই মহিলার বোন ও তার স্বামী। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে পুলিস ওই মহিলাকে উদ্ধার করে। অভিযুক্ত চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় মহিলাকে প্রথমে সরকারি নগর কুর্নুল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হায়দরাবাদের নিজাম’স ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (নিমস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সেখানে চিকিৎসাধীন মহিলার সঙ্গে দেখা করেন উপ মুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্ক। অসুস্থ মহিলাকে চিকিৎসা সহ সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 
বিক্রমার্ক জানান, মহিলার চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার। তাছাড়া, মহিলার পাকাবাড়ি না থাকলে ‘ইন্দিরাম্মা’ প্রকল্পে বাসস্থানের ব্যবস্থা করা হবে। মহিলার সন্তানদের শিক্ষার দায়িত্বও নেবে সরকার। সেইসঙ্গে তাঁকে কৃষিজমি দেওয়ার কথাও জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাওয়ার পর কঠোর ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি। 
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা