বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘বাবা, একবার এসো’, ভয়েস মেসেজ পাঠায় শহিদ কর্নেলের ৭ বছরের ছেলে

শ্রীনগর: সাত বছরের কবীর এখনও একবুক আশা নিয়ে অপেক্ষা করে।  বাড়িতে ফিরে ওকে কোলে তুলে নেবে বাবা। সমস্ত আবদার এখনও জমিয়ে রেখেছে সে। মাঝেমধ্যেই বাবার মোবাইল নম্বরে ভয়েস মেসেজ পাঠায় কবীর। ‘বাবা, একবার এসো। তারপর না হয় আবার মিশনে চলে যেও।’ মায়ের নজর এড়িয়ে আধো আধো গলায় এভাবে বাবার কাছে কাতর কণ্ঠে অনুনয় করে। আর বাবার ভিডিও কলের অপেক্ষায় বসে থাকে। কিন্তু কবীর জানে না, ফোনের ওপারে ওর কথা শোনার জন্য কেউ নেই। জঙ্গিদের গুলি কেড়ে নিয়েছে কবীরের বাবা কর্নেল মনপ্রীত সিংকে। মোহালির বাড়িতে এখন দুই শিশুসন্তানকে নিয়ে দিন কাটছে মনপ্রীতের স্ত্রী জগমিতের। স্বামীর সঙ্গে শেষবার তাঁর কথা হয়েছিল মাত্র ৩২ সেকেন্ড। ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার বলেছিলেন, ‘অপারেশনে আছি।’
গত বছরের ১৩ সেপ্টেম্বর দক্ষিণ কাশ্মীরে অনন্তনাগ জেলার কোকেরনাগের জঙ্গলঘেরা গাডোল গ্রামে জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় জঙ্গিদের গুলিতে শহিদ হন মনপ্রীত। ওই লড়াইয়ে মনপ্রীত ছাড়াও আত্মাহুতি দিয়েছিলেন মেজর আশিস ধনচক, জম্মু ও কাশ্মীর পুলিসের ডেপুটি সুপার হুমায়ুন ভাট ও সিপাই প্রদীপ সিং। হুমায়নের সন্তানের বয়স আগামী মাসেই এক বছর হবে। নাতির প্রথম জন্মদিনে ছেলে থাকবে না। একথা ভাবতেই চোখে জল হুমায়ুনের বাবার। ফোনে সেকথা জানাতে গিয়ে  জম্মু ও কাশ্মীর পুলিসের অবসরপ্রাপ্ত ইনসপেক্টর জেনারেল গুলাম হাসানের গলা বুজে আসে। তাঁর এখনও কানে ভাসে ছেলের শেষ কথা। টেলিফোনে বাবাকে ডিএসপি হুমায়ুন বলেছিলেন,  আমার পেটে গুলি লেগেছে। ভয় করো না। ১৩ সেকেন্ডের এই ফোনে আঁধার নেমে এসেছিল গুলামের চোখে। নাতি আশারকে হামাগুড়ি দিতে দেখে ছেলের কথা মনে পড়ে তাঁর। শোকের মধ্যেও দেশের জন্য ছেলের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য গর্ব অনুভব করেন গুলাম। হুমায়ুনের স্ত্রী ফতিমা এখন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে কাজ করেন।
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা