দেশ

 আরবিআই রিপোর্টে আয়কর ছাড় বৃদ্ধি নিয়ে জল্পনা চরমে
 
​​​​​​​

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গ্রামীণ ভারতের পণ্য চাহিদা বাড়ছে। বাড়ছে কাজের সুযোগও। এমনই আশা প্রকাশ করা হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) রিপোর্টে। অর্থমন্ত্রকের কাছে এটি ইতিবাচক বার্তা। সরকারি সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্কের তরফে কেন্দ্রকে সাফ জানানো হয়েছে, মানুষের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছে দেওয়া দরকার। জীবিকার সুযোগ বৃদ্ধির কারণে গ্রামীণ ভারতের হাতে উদ্বৃত্ত অর্থ এসেছে। ঠিক সেভাবেই দেশজুড়ে মধ্যবিত্তের হাতে অতিরিক্ত অর্থ আসা দরকার। ভোগ্যপণ্য‌ বিক্রয়হারের সূচক বৃদ্ধির একমাত্র শর্তই হল মধ্যবিত্ত যদি বেশি করে তা ক্রয় করে। রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্ট ও মনোভাবের জেরে মনে করা হচ্ছে, অর্থমন্ত্রক আগামী বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। আর তা মধ্যবিত্তকে বিশেষ সুরাহা দেবে। জল্পনায় উঠে এসেছে আয়কর ছাড় বৃদ্ধির বিষয়টিও।
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, শহর এবং গ্রামীণ এলাকায় জীবিকার সুযোগ বাড়ছে। কারণ, চাহিদা কমছে ১০০ দিনের কাজের গ্যারান্টি খাতে। সাধারণত শহর ও গ্রামে নিয়মিত কাজের সুযোগ কমে গেলেই ১০০ দিনের কাজের চাহিদা বৃদ্ধি পায়। আর সেই চাহিদা ও জবকার্ডের আবেদন কমে যাওয়ার একটাই অর্থ— জীবিকার প্রবণতা বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্কের সাফ বক্তব্য, গ্রামীণ অর্থনীতি ক্রমেই উজ্জ্বল হওয়ার আভাস দিচ্ছে। একইভাবে গ্রামীণ উৎপাদন শিল্পের বৃদ্ধিহারও অনেকদিন পর ইতিবাচক বার্তা দিতে শুরু করেছে। কোভিডের পর এই প্রথম গ্রামীণ শিল্পস্থাপনের একটি প্রবণতা দেখা যাচ্ছে। আর তার জেরেই সুরাহার আশায় বুক বাঁধছে শহরও।
এদিকে, তৃতীয়বার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই মধ্যবিত্তকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারবার এনিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। তার জেরেই আসন্ন বাজেটে আয়করে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে চর্চা এখন তুঙ্গে। বাজেটের পরই মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রক্রিয়া শুরু হবে। লোকসভা ভোটের ফলাফলে স্পষ্ট যে, বহু রাজ্যে বিজেপির থেকে মুখ ফিরিয়েছে মধ্যবিত্ত। বিশেষ করে এই তিন রাজ্যে মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। এবার তাই মধ্যবিত্তের মন জয়ে মরিয়া মোদি সরকার।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা