বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

প্রিমিয়াম ৫ বছরে দ্বিগুণ, স্বাস্থ্যবিমায় নাকাল মধ্যবিত্ত

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: নরেন্দ্র মোদির গ্যারান্টি, ২০৪৭ সালের মধ্যে দেশের সব মানুষ নাকি স্বাস্থ্যবিমার ছাতার নীচে চলে আসবে। কেন এই দাবি? আর আসল ছবিটাই বা কী? পরিসংখ্যান বলছে, বিশ্বের নিরিখে পিছনের সারিতে ভারতের স্বাস্থ্যবিমা গ্রাহকের হার। আগ্রহ শুধু জীবন বিমায়। লাইফ ইনস্যুরেন্স ছাড়া অন্য সব বিমা কেনার হার এক শতাংশেরও কম। আর তার কারণ? একটাই—বিমার প্রিমিয়ামের বিপুল খরচ। সরকারি তথ্যই দেখিয়ে দিচ্ছে, স্বাস্থ্যবিমার প্রিমিয়াম ক্রমশ বোঝা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য। পাঁচ বছরে এই বিমার প্রিমিয়াম বাবদ আদায় বেড়েছে ৯৮.৩৮ শতাংশ। অথচ বিমা পলিসির সংখ্যা বা গ্রাহক সংখ্যা বেড়েছে মাত্র ১১.২২ শতাংশ। অর্থাৎ অঙ্কটা পরিষ্কার, প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে প্রিমিয়াম খরচ। গ্রাহক সেভাবে বাড়াতে না পারলেও স্বাস্থ্যবিমা সংস্থাগুলি লাগাতার বাড়িয়ে গিয়েছে কিস্তির টাকা। তার জেরে ধুঁকছে মধ্যবিত্ত।
চিকিৎসা খরচ যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে, তাতে স্বাস্থ্যবিমা প্রত্যেকের জন্যই জরুরি। বেসরকারি হাসপাতালে হপ্তাখানেকের জন্য ভর্তি হলেই লক্ষাধিক টাকা জলের মতো বেরিয়ে যায়। কিন্তু প্রিমিয়াম লাগাম ছাড়ালে এই মূল্যবৃদ্ধির জমানায় স্বাস্থ্যবিমার বোঝা টানা কি আম আদমির পক্ষে সম্ভব? সে নিয়ে অবশ্য মাথাব্যথা নেই কেন্দ্রের। ‘সকলের জন্য বিমা’র মতো গালভরা বাক্য আউড়েই দায় ঝেড়ে ফেলেছে তারা।
বিমা বিশেষজ্ঞদের বক্তব্য, বিশ্বের বড় দেশগুলির কোথাও বিমার উপর করের চাপ নেই। অথচ এদেশে বিমার উপর ১৮ শতাংশ জিএসটি চাপানো হয়েছে। এটাই বিশ্বে সর্বাধিক। জেনারেল ইনস্যুরেন্স কাউন্সিলের এগজিকিউটিভ কমিটির সদস্য তথা কনফেডারেশন অব জেনারেল ইনস্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশনস অব ইন্ডিয়ার আহ্বায়ক কে সি লোকেশ বলেন, ‘আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান, অস্ট্রেলিয়ার মতো দেশে বিমার উপর কোনও কর নেই। মালয়েশিয়া ও চীনে ৬ শতাংশ। সিঙ্গাপুরে আগে স্বাস্থ্যবিমায় জিএসটি চালু ছিল। গত বছর থেকে সেটাও তুলে দেওয়া হয়েছে। আমাদের দাবি, সরকার যদি জিএসটি মকুব নাও করে, তবে তা অন্তত পাঁচ শতাংশে নামিয়ে আনুক। তাহলে প্রিমিয়ামের বোঝা কমবে। সাম঩নেই জিএসটি কাউন্সিলের বৈঠক। আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর চাপানো জিএসটির বোঝা কমানোর জন্য আর্জি জানিয়েছি।’ সংগঠনের সহ-আহ্বায়ক সুদীপ্ত সরকার বলেন, ‘আমরা জিএসটি কমানোর জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছি। দু’বছর আগে নির্মলাদেবী বৈঠকে আশ্বাস দিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। কিছুই হয়নি। আমরা তাই ফের সরকারের কাছে দাবি রাখছি।’
বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ’র তথ্য বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষে স্বাস্থ্যবিমায় প্রিমিয়াম আদায় হয়েছিল ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লক্ষ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তা বেড়ে ৩৪ হাজার ৭৬৫ কোটি ৬১ লক্ষ টাকা হয়। অর্থাৎ প্রায় দ্বিগুণ বাড়ে প্রিমিয়াম। আশ্চর্যের বিষয়, এই পাঁচ বছরের মধ্যে প্রতিবারই বেড়েছে প্রিমিয়াম আদায়। অথচ ২০১৯-২০ এবং ২০২১-২২ অর্থবর্ষে গ্রাহক কমেছে যথাক্রমে ১২ এবং ৪ শতাংশ হারে। এর থেকেই বোঝা যায়, বাস্তব পরিস্থিতি কতটা করুণ, বলছে সংশ্লিষ্ট মহল।
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা