দেশ

অরুণাচলে গিয়ে বিলীন ঘূর্ণিঝড়

কৌশিক ঘোষ, কলকাতা: আয়ু মাত্র সাতদিনের, তার মধ্যে সে অতিক্রম করেছে প্রায় পাঁচ হাজার কিলোমিটার। তার নাম ‘রেমাল’। হ্যাঁ ঘূর্ণিঝড় রেমালের কথাই বলা হচ্ছে। দিন সাতেক আগে তামিলনাড়ু-শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত হিসেবে রেমালের জন্ম হয়েছিল। প্রায় হাজার পাঁচেক কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে তার আয়ু নিঃশেষ হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের অসম-অরুণাচলে। শ্রীলঙ্কার কাছাকাছি এলাকা থেকে প্রায় চীন সীমান্তের দোরগোড়া পর্যন্ত পূর্ণ যাত্রাপথ রেমালের। দুর্বল হতে হতে শেষ পর্যন্ত তা ঘূর্ণাবর্ত হিসেবে বিলীন হয়ে যাবে।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ পূর্ব অসমের উপর ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আরও দুর্বল হতে থাকবে রেমাল। বুধবারের মধ্যে এটি বিলীন হতে পারে। অবশ্য দুর্বল হয়ে পড়লেও মঙ্গলবার এর বিধ্বংসী শক্তি উত্তর-পূর্ব  ভারতের বিভিন্ন রাজ্যে অনেকটা বজায় ছিল। মিজোরামে এর প্রভাবে ঝড়বৃষ্টি হয়। তার জেরে ধস নেমে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে অসমেও।  
রেমাল উত্তরবঙ্গে সরাসরি না ঢুকলেও সেখানে এর প্রভাব পড়েছে। হিমালয় সংলগ্ন উত্তররবঙ্গে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে। রেমালের প্রভাবে আবহাওয়ার গতিপ্রকৃতি পরিবর্তনই এর কারণ। দক্ষিণবঙ্গে অবশ্য এর কোনও প্রভাব থাকবে না। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় আকাশ কিছুটা মেঘলা ছিল। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রেমালের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 
আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রাক বর্ষা ও বর্ষা পরবর্তী মরশুমে আরব সাগর ও বঙ্গোপসাগরে যে ঘর্ণিঝড়গুলি তৈরি হয়, সেগুলি উপকূল অতিক্রম করার পর অনেক দূর পর্যন্ত যায়। স্থলভূমিতে ঢোকার পর থেকে ঘূর্ণিঝড় দুর্বল হতে শুরু করে। কারণ সমুদ্রের উপর থাকার সময় বিপুল পরিমাণ জলীয় বাষ্প তার সঙ্গে মিশে সেটিকে শক্তিশালী করে। স্থলভাগে এলে সেটা  বন্ধ হয়ে যায়। অন্যদিকে ভূমির সঙ্গে ঘর্ষণজনিত কারণে দুর্বল হতে থাকে ঘূর্ণিঝড়ের গতি। কিন্তু তা সত্ত্বেও স্থলভূমির উপর দিয়ে যাওয়ার সময় ঘূর্ণিঝড়ের শক্তি অনেকটাই থেকে যায়। একেবারে শেষে সেই শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে বায়ুমণ্ডলে বিলীন হয়ে যায়। 
আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, এবার ঘূর্ণাবর্তটি  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল। তবে পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে ২২ মে নাগাদ নিম্নচাপটি তৈরি হওয়ার পর থেকে আবহাওয়া দপ্তর এর গতিপথের উপর নজরদারি শুরু করে। রেমাল তৈরি হয় ২৫ মে সকালে উত্তর বঙ্গোপসাগরের উপর। উপকূলে ঢুকে পড়ার পর মঙ্গলবার পর্যন্ত এর গতিপথ জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ উপকূলে একেবারে সংলগ্ন বাংলাদেশের সুন্দরবন অংশে রেমালের ‘আই’ বা মূলকেন্দ্র আছড়ে পড়েছিল। তারপর এটি কিছুটা সময় ধরে উত্তর অভিমুখে পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা প্রভৃতির উপর দিয়ে অগ্রসর হয়। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এর প্রভাব পড়েছিল। তারপর এটি উত্তর-পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে বাংলাদেশের উত্তর দিকে চলে যায়। শ্রীহট্ট হয়ে রেমাল ঢুকে পড়ে উত্তর পূর্ব ভারতে। 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা