দেশ

৭ মে পর্যন্ত জেল হেফাজতে কেজরি, দেওয়া হল ইনসুলিন

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়ল। আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়ালকে ৭ মে পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক কাবেরি বাওয়েজা। এদিন আবগারি দুর্নীতি মামলায় অপর ধৃত বিআরএস নেত্রী কে কবিতার জেল হেফাজতের মেয়াদও ৭ মে পর্যন্ত বাড়িয়েছে আদালত। ১৫ মার্চ হায়দরাবাদ থেকে কবিতাকে গ্রেপ্তার করে ইডি। তাঁর জামিন নিয়ে মামলার রায়দান স্থগিত রাখা হয়েছে। ২ মে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই নিয়ে চূড়ান্ত রায় দেবে। মঙ্গলবার কেজরিওয়াল এবং কবিতা তিহার জেল থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দেন। মামলার পরবর্তী শুনানি ৭ মে। তবে সুখবরও রয়েছে। কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া শুরু হয়েছে তিহার জেলে। 
এদিন তিহার জেল সূত্রে জানানো হয়েছে, সোমবার বিকেলে কেজরিওয়ালের সুগার লেভেল অনেকটাই বেড়ে যায়। এরপরেই এইমসের চিকিৎসকদের পরামর্শে তাঁকে ইনসুলিনের স্বল্প মাত্রার দু’টি ডোজ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া নিয়ে জোর রাজনৈতিক তরজা চলছে। কেজরিওয়াল দাবি করেন, তিনি টাইপ-টু ডায়াবেটিক রোগী। তাই ইনসুলিন দরকার। এই দাবির বিরোধিতা করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, সুগার লেভেল বাড়াতেই আম সহ প্রচুর চিনিযুক্ত খাবার খাচ্ছেন কেজরিওয়াল। মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেতেই কেজরিওয়ালের এই উদ্যোগ। 
এদিকে, কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়ার খবর সামনে আসতেই মঙ্গলবার উৎসবের মেজাজ আপ শিবিরে। হনুমানজির কৃপাতেই এটা সম্ভব হল বলে মন্তব্য করেছে আপ। মঙ্গলবার ছিল হনুমান জয়ন্তী। দিল্লিতে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেন আপ সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। সেখানে হনুমানজি সেজে এক ব্যক্তি ইনসুলিন ইঞ্জেকশনের রেপ্লিকা নিয়ে পথসভা করেন। পাশেই হুডখোলা গাড়িতে গদা হাতে ছিলেন সৌরভ। আপের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং এক্স হ্যান্ডলে লেখেন, ‘হনুমানজির কৃপাতেই ২৩ দিন পর কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া হল।’ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা এদিন মন্দিরে পুজো দিয়ে বলেন, ‘হনুমানজি আমার ও সকলের সঙ্কট দূর করুন। খুব শীঘ্র অরবিন্দকে নিয়ে এখানে ফিরে আসব।’
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা