দেশ

জিতলেই ফেরাব নির্বাচনী বন্ড সুপ্রিম-রায়কে চ্যালেঞ্জ নির্মলার

নয়াদিল্লি: নির্বাচনী বন্ড ব্যবস্থা বাতিল করেছে সুপ্রিম কোর্ট। পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের নির্দেশেই সামনে এসেছে কে কোন রাজনৈতিক দলকে কত টাকা চাঁদা দিয়েছে, সেই তথ্য। আর সেই কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়েছে একের পর এক কেউটে! ‘অসাংবিধানিক’ এই প্রকল্প থেকে সবচেয়ে বেশি লাভবান বিজেপি। কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে এজেন্সির ভয় দেখিয়ে বিভিন্ন সংস্থার থেকে টাকা তোলার অভিযোগও উঠেছে। তারপরও বিন্দুমাত্র দমছে না মোদি সরকার। বরং, লোকসভা ভোট চলাকালীনই বন্ড ইস্যুতে সুপ্রিম কোর্টকে রীতিমতো চ্যালেঞ্জ করলেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, ‘বিজেপি ক্ষমতায় ফিরলে নির্বাচনী বন্ড প্রকল্পও ফিরিয়ে আনা হবে। আলোচনার মাধ্যমে তার আঙ্গিকে কিছু বদল করা হতে পারে।’ অথচ নির্মলার স্বামী পরকলা প্রভাকরই এই ব্যবস্থার সবচেয়ে বড় সমালোচক। কয়েকদিন আগেই সাফ জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম দুর্নীতি এই নির্বাচনী বন্ড। সেকথা অবশ্য কানে তুলছে মোদি সরকার। সম্প্রতি অন্য একটি সাক্ষাৎকারে প্রায় একই সুর শোনা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠেও। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডে স্বচ্ছতার অভাবের কথা বললেও, তিনি তা মানতে নারাজ। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই সরব ‘ইন্ডিয়া’।
বন্ড ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পর থেকেই বিজেপির মুণ্ডপাত করে চলেছে বিরোধী শিবির। এই ইস্যুতে কংগ্রেসের কটাক্ষ, ‘চান্দা দো, ধান্দা লো’। অর্থাৎ, ব্যবসা করতে চাইলে ও এজেন্সির হাত থেকে নিস্তার পেতে হলে বিজেপিকে গোপনে চাঁদা দিতে হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ওই সাক্ষাৎকার নিয়ে তীব্র আক্রমণ করেছে রাহুল গান্ধীর দল। দলের মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লেখেন, ‘নির্বাচনী বন্ড প্রকল্পকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ও বেআইনি বলে বাতিল করে দিয়েছে। তা সত্ত্বেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলছেন, বিজেপি ক্ষমতায় ফিরলে বন্ড ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। আমরা জানি, বিজেপি এই ‘পে পিএম’ কেলেঙ্কারির মাধ্যমে জনগণের ৪ লক্ষ কোটি টাকা লুট করেছে। সেই লুট তারা বজায় রাখতে চাইছে। এই ‘পে পিএম’ কেলেঙ্কারির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার ধরনের দুর্নীতি করেছেন। সেগুলি হল প্রিপেড ঘুষ (চান্দা দো, ধান্দা লো), পোস্টপেড ঘুষ (ঠেকা লো, রিশ্বত দো), পোস্ট-রেইড ঘুষ (তোলাবাজি) ও ভুয়ো কোম্পানি। এর মাধ্যমেই ৪ লক্ষ কোটির লুট হয়েছে। ফের জিতে নির্বাচনী বন্ড ফিরিয়ে আনলে নতুন করে কত লুট করবে? আমাদের জীবদ্দশায় এবারের নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত গ্রাউন্ড রিপোর্ট বলছে, দুর্নীতিগ্রস্ত এই বাহিনী ক্ষমতাচ্যুত হওয়ার পথে।’
নির্মলাদেবীর সমালোচনায় সরব হয়েছেন রাজ্যসভার সাংসদ কপিল সিবালও। এদিন তিনি বলেন, ‘বন্ডের স্বচ্ছতা নিয়ে অর্থমন্ত্রী সীতারামন পুরোপুরি সুপ্রিম কোর্টের উল্টো কথা বলছেন। কারণ, শীর্ষ আদালত বলেছে, নির্বাচন বন্ড এক বিন্দুও স্বচ্ছ নয়। এই প্রকল্প আনাও হয়েছিল অস্বচ্ছ প্রক্রিয়ায়।’ বন্ড ইস্যুতে আরএসএস প্রধান মোহন ভাগবত নীরব কেন, এদিন সেই প্রশ্নও তুলেছেন সিবাল।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা