দেশ

আমাকে হারাতে দেশ-বিদেশের প্রভাবশালীরা একজোট: মোদি

নয়াদিল্লি: তিনি নাকি বিশ্বগুরু! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিজেপির তরফে ক্রমাগত এমনই দাবি করা হয়। অথচ শনিবার মোদি নিজেই অভিযোগ তুললেন যে, দেশে ও বিদেশের প্রভাবশালীরা তাঁকে ক্ষমতা থেকে হটানোর জন্য একজোট হয়েছে। এদিন কর্ণাটকের চিক্কাবল্লাপুরে দলীয় প্রার্থীর প্রচারে জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই এই প্রসঙ্গ তোলেন তিনি। তবে কারা তাঁকে ক্ষমতা থেকে সরাতে তত্পর, তা নিয়ে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি মোদি। বিজেপি যেখানে ‘আব কি বার চারশো পারে’র স্লোগান নিয়ে ভোটের প্রচারে নেমেছে, তখন মোদির ওই মন্তব্য ঘিরে জল্পনা দানা বেঁধেছে।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদির কথায় উঠে আসে নারীশক্তির প্রসঙ্গ। তিনি বলেন, ‘নারীশক্তি-মাতৃশক্তির আশীর্বাদ ও তাঁদের সুরক্ষা কবচের জন্য সমস্ত চালেঞ্জের সঙ্গে লড়াই করতে সক্ষম হয়েছি।’ সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ‘এখানে মা-বোনেরা প্রচুর সংখ্যায় এসেছেন। একটি পরিবারকে লালন পালন করার জন্য আপনারা যে সংগ্রাম ও চ্যালেঞ্জের মুখোমুখি হন, তা নিজের বাড়িতে দেখেছি। মা, বোন ও মেয়েদের সেবা করা, তাঁদের রক্ষা করা মোদির প্রধান কর্তব্য।’ সভায় মহিলাদের জন্য তাঁর সরকার কী কী করেছে, তারও তালিকা পেশ করেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট এনডিএ’র পক্ষে গিয়েছে দাবি করে ইন্ডিয়া জোটেরও সমালোচনা করেন তিনি। এদিন মহারাষ্ট্রের নানদেদেও নির্বাচনী সভা করেন মোদি। সেখানে রাহুল গান্ধীর নাম না করে তাঁকে ‘শাহজাদা’ কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৯ সালে আমেথির মতো ওঁকে ২০২৪ সালে ওয়েনাড় থেকেও পালাতে হবে।’ তিনি বলেন, ‘কংগ্রেসের শাহজাদাকে ওয়েনাড়েও সংকটে পড়তে হবে। শাহজাদা ও তাঁর সঙ্গীরা ২৬ এপ্রিল ওয়েনাড়ে ভোটের জন্য অপেক্ষা করছেন। আমেথি থেকে যেভাবে পালাতে হয়েছিল, সেভাবেই ওয়েনাড় থেকেও ওঁকে ওয়েনাড়ও ছাড়তে হবে।’  
অন্যদিকে, শনিবার বিহারের ভাগলপুরে এসে বিজেপি-আরএসএসের পাল্টা সমালোচনা করেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বিজেপি-আরএসএস এবং হাতে গোনা কয়েকজন ধনকুবের ভারতের গণতন্ত্র ও সংবিধানকে সংকটের মুখে ফেলেছে। রাহুলের দাবি, মোদির আমলে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে।  
তিনি আরও দাবি করেন, ভারতের ৭০ শতাংশ মানুষের কাছে যে সম্পদ রয়েছে, তার সম পরিমাণ সম্পদ দেশের মাত্র ২২ জনের কাছে রয়েছে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সম্পদ সব মানুষের মধ্যে সমভাবে বণ্টন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।  রাহুলের অভিযোগ, ‘মোদি চান না মানুষ তার আশপাশে কী ঘটছে, তার দিকে নজর দিক। তাই তিনি যে কোনও উপায়ে নজর ঘোরাতে চান।’ 
শনিবার বেঙ্গালুরুতে জনসভায় প্রধানমন্ত্রীকে উপহার দিচ্ছেন বিজেপি কর্মীরা।-পিটিআই
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা