দেশ

ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রিয়াঙ্কার প্রচারে জনতার ঢল

বিশেষ সংবাদদাতা, আগরতলা: মাত্র ঘণ্টা দু’য়েকের ঝটিকা সফর। তারই মধ্যে ত্রিপুরায় ভোটের প্রচারে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা পেলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার বেলা ৩ টে ২০ মিনিট নাগাদ এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন প্রিয়াঙ্কা। পরণে আকাশি রঙা সালওয়ার। সেখানে অপেক্ষারত জনতার উদ্দেশে হাত নেড়েই গাড়িতে উঠে পড়েন তিনি। বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কার কনভয় চলে আসে পুরনো রাজভবনের সামনে। তারপর সেখান থেকেই রোড-শোয়ের জন্য বরাদ্দ সুসজ্জিত গাড়িতে ওঠেন সোনিয়া-তনয়া। সঙ্গে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন, পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের আশিসকুমার সাহা, রামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোটের প্রার্থী বামফ্রন্টের রতন দাস সহ অন্যান্যরা। 
পুরনো রাজভবন থেকে সার্কিট হাউস-আস্তাবল-উত্তর গেট-কর্নেল চৌমুহনী-বিদুরকর্তা চৌমুহনী-জ্যাকসন গেট-কামান চৌমুহনী হয়ে পোস্ট অফিস চৌমুহনির কংগ্রেস ভবনের সামনে রোড-শো পৌঁছতেই গাড়ি থেকে নেমে পড়েন প্রিয়াঙ্কা। কংগ্রেস কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উচ্ছ্বাসের আবহেই সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। জনতার উদ্দেশে তিনি বলেন, বেকার সমস্যা সমাধানের জন্য কাজ করবে কংগ্রেস, ৩০ লক্ষ চাকরি দেওয়া হবে। নির্বাচনী ইস্তাহার ন্যায়পত্র অনুযায়ী দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামুল্যে শিক্ষা, ভূমিহীনদের জমি সহ মহিলা ও কৃষকদের জন্য কংগ্রেস কাজ করবে বলে জানান প্রিয়াঙ্কা। এরই মধ্যে কালো করে আসে আকাশ। হাওয়াও বইতে শুরু করে অল্প। তাই সময় নষ্ট না করে এবার ছোট হুডখোলা গাড়িতে উঠে পড়েন প্রিয়াঙ্কা। ফের শুরু হয় রোড-শো। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা জনতার দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান প্রিয়াঙ্কা। 
রোড-শো মেলার মাঠের কাছে আসতেই ঝড় শুরু হয়। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টে ৩৮ মিনিট। যদিও জনতার উৎসাহে ভাঁটা পড়েনি এতটুকু। অধিকাংশেরই প্রধান লক্ষ্য হল— প্রিয় নেত্রীর ছবি মোবাইলবন্দি করা। ৪টে ৪৬ মিনিট নাগাদ প্রচণ্ড ঝড় শুরু হয়। বটতলা উড়াল সেতুর নীচ থেকে গাড়িতে বসে বিমানবন্দরে রওনা দেন তিনি। কথা ছিল, এই রাস্তাটুকুও তিনি রোড-শো করবেন। কিন্তু, প্রকৃতি সহায় না হওয়ায়, তা আর হয়ে ওঠেনি। 
অন্যদিকে, এদিন পড়শি রাজ্য অসমেও প্রচার করেন প্রিয়াঙ্কা। জোরহাট জেলায় কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের সমর্থনে রোড-শোয়ে অংশ নেন তিনি। সেখানে তিনি জানান, ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরির পরিমাণ বৃদ্ধি করবে কংগ্রেস।
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা