দেশ

মোরাদাবাদ ও হরিয়ানা থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ রবার্ট ওয়াধেরার

নয়াদিল্লি: আমেথি বা রায়বেরিলি নয়, মোরাদাবাদ কিংবা হরিয়ানার কোনও কেন্দ্র থেকে প্রার্থী হতে আগ্রহী প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ওয়াধেরা। মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবার্ট বলেন, মানুষ চাইছেন আমি সক্রিয় রাজনীতিতে যোগ দিই। তবে বিষয়টি কংগ্রেসের উপর নির্ভর করছে। আমেথি থেকে লড়তে হবে এমন কোনও বিষয় নেই। হরিয়ানা ও মোরাদাবাদের মানুষও আমাকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন। সোনিয়া গান্ধীর জামাতার কথায়, ‘আমি বরাবরই রাজনীতি থেকে দূরে থেকেছি। গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন দল আমাকে দলে টানার চেষ্টা করেছে। যখনই ভোটে আসে রাজনীতিক দলগুলি আমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে। সেজন্য আমি সবসময় তাদের টার্গেট। একজন এমপি পারেন রাজনৈতিক সমালোচকদের উপযুক্ত জবাব দিতে।’ এর আগে অবশ্য রবার্ট জানিয়েছিলেন, দল চাইলে তিনি আমেথি থেকে লড়তে প্রস্তুত। এরপরই দিন কয়েক আগে কংগ্রেসের প্রবীণ নেতা এ কে অ্যান্টনি বলেন, আমেথি অথবা রায়বেরিলে কংগ্রেসের টিকিটে প্রার্থী হবেন নেহরু পরিবারের কোনও সদস্য। সোজা কথায় তিনি বুঝিয়ে দিয়েছিলেন, নেহরু পরিবারের সদস্য নন রবার্ট। তাই আমেথি বা রায়বেরিলিতে তাঁর টিকিট পাওয়ার কোনও প্রশ্নই নেই। এর প্রেক্ষিতেই মঙ্গলবার রবার্টের ইঙ্গিত, আমেথি বা রায়বেরিলি থেকেই ভোটে দাঁড়াতে হবে এমন মানে নেই। তাঁকে দল যেখানে টিকিট দেবে, তিনি সেখানেই লড়াই করতে প্রস্তুত আছেন। তবেকংগ্রেস নেতাদের একাংশ মনে করছেন, রবার্ট প্রার্থী হলে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণের নতুন হাতিয়ার পেয়ে যাবে বিজেপি। তাই প্রিয়াঙ্কার স্বামীকে প্রার্থী করা নিয়ে দোটানায় কংগ্রেস।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা