দেশ

কেজরিকে স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, জেলে নিগ্রহের অভিযোগ আপের

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর তিহার জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু তাঁকে তাঁর স্ত্রী সুনীতার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। শনিবার এমনই অভিযোগ তুলল আম আদমি পার্টি (আপ)। দলের নেতা সঞ্জয় সিংয়ের দাবি, কেজরিওয়াল সুনীতার সঙ্গে সামনাসামনি বসে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে সেই অনুমতি দেওয়া হয়নি। দু’জনে একটি জানলার দু’পাশে দাঁড়িয়ে কথা বলেন। সেই জানলা আবার কাচ দিয়ে ঢাকা ছিল। পুরো বিষয়টিকে ‘অমানবিক’ বলে আখ্যা দিয়েছেন সঞ্জয়।  তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর নির্দেশে কেজরিওয়ালের উপর অত্যাচার চালানো হচ্ছে। তাঁর মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সঞ্জয় নিজেও আবগারি দুর্নীতি মামলায় গত অক্টোবরে গ্রেপ্তার হয়ে তিহারে ছিলেন। চলতি মাসেই জামিন পেয়েছেন তিনি। তাঁর দাবি, ‘ভয়ঙ্কর অপরাধীদেরও তাদের ব্যারাকে পরিজনদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। কিন্তু দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রীকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না।’ অন্যদিকে, তাঁর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। আগামী সোমবার তাঁর এই আর্জির শুনানি হবে। শীর্ষ আদালতের ওয়েবসাইট অনুযায়ী, বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে এই শুনানি হবে। এর আগে দিল্লি হাইকোর্ট তাঁর আর্জিতে সাড়া দেয়নি। এদিকে, আবগারি দুর্নীতি মামলাতেই বিআরএস নেত্রী কে কবিতাকে গ্রেপ্তার করেছিল ইডি। তিহার জেলেই তাঁকে গ্রেপ্তার করে শুক্রবার নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সুবিধা পাইয়ে দেওয়ার বদলে একটি ফার্মাসিউটিক্যাল সংস্থার কর্তাকে আপের ফান্ডে ২৫ কোটি টাকা দেওয়ার জন্য ‘হুমকি’ দিয়েছিলেন কবিতা। অরবিন্দ ফার্মা নামে ওই সংস্থার কর্তা শরত্চন্দ্র রেড্ডিকে দিল্লির তত্কালীন আবগারি নীতি অনুযায়ী, পাঁচটি রিটেল জোনে ব্যবসার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ২৫ কোটি টাকা না পেলে দিল্লির পাশাপাশি তেলেঙ্গানাতেও ওই সংস্থার ব্যবসায় বাধাদানের হুমকি দেওয়া হয়। এই মামলায় রেড্ডি অভিযুক্ত হলেও পরে তিনি রাজসাক্ষী হয়েছেন। 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা