দেশ

উত্তরপ্রদেশে ১৪ আসনে বিজেপির জয়ের ব্যবধান ৫০ হাজারেরও কম

লখনউ: পরপর দু’বার লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে বিরোধীরা। এবার বিজেপির লক্ষ্য ৮০ তে ৮০। ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৮০টি ফুলের মালা উপহার দেওয়ার আর্জি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতবার তারা ১৬ আসনে হেরেছিল। আর প্রায় ১৪টিতে  সুতোয় ঝুলছে জয়-পরাজয়ের ব্যবধান। এই আসনগুলিতে ৫০ হাজারের কম ভোটে জিতছিল বিজেপি। 
২০১৪ সালে বিজেপি রেকর্ড সাফল্য পেয়েছিল। গেরুয়া দল একাই ৭১ আসনে জিতে বিরোধী শিবিরকে তছনছ করে দিয়েছিল। আরও দুটি আসন জিতেছিল বিজেপির শরিক দল। ২০১৯ সালে সমাজবাদী পার্টি, বিএসপি ও রাষ্ট্রীয় লোকদল জোট বেঁধে লড়াই করলেও বিজেপিকে খুব বেশি ধাক্কা দিতে পারেনি। তবে বিজেপি জোটের আসন সংখ্যা কমে হয়েছিল ৬৪। 
এবার পরিস্থিতি আলাদা। আরএলডি হাত ছেড়েছে অখিলেশ যাদবের। মায়াবতীর দলও একাই লড়ছে। তবে সমাজবাদী পার্টির সঙ্গে জোট হয়েছে কংগ্রেসের। ২০১৯ সালের পর ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল থেকেই ইঙ্গিত মিলেছে, যে জনভিত্তিতে  ভর করে বিরোধীদের দুরমুশ করে দিতে পেরেছিল বিজেপি, তাতে ভাঁটার টান ধরেছে।  ক্ষমতায় এলেও ২০১৭ সালের ৩২৫ থেকে বিজেপি জোটের আসন কমে হয়েছিল ২৭৩-এ। আগের তুলনায় ৫২টি কম। বেশ কয়েকটি দলের সঙ্গে জোট বেধে লড়াই করেছিল এসপি। ২০১৭ সালে ৪৭ থেকে তাদের আসন বেড়ে হয় ১১১। সেই জোট শরিকদের অনেকেই এবার সঙ্গে নেই অখিলেশের। আর বিধানসভার পাটিগণিত দিয়ে লোকসভার অঙ্ক বেশিরভাগক্ষেত্রেই মেলে না। 
তবে রামমন্দিরের হাওয়া যতই থাকুক, অতীতের ভোটের ফলে বিজেপির জন্য অস্বস্তির কাঁটাও অনেক রয়েছে।  ২০১৯ সালে ১৬টি আসনে হেরেছিল তারা। সেইসঙ্গে ১৪টি জেতা আসনে ব্যবধান ছিল ৫০ হাজারেরও কম। আরও দুটি আসনে এই ব্যবধান ৬০ হাজারও পেরোয়নি। ফলে প্রায় ৩২টি আসনে বিরোধীদের সম্ভাবনা এককথায় উড়িয়ে দেওয়া যায় না। এই আসনগুলির মধ্যে মছলিশহরে বিজেপি জিতেছিল মাত্র ১৮১ ভোটে। বস্তিতে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৩০ হাজার ৩৫৪। সঞ্জীব বালিয়ান কানঘেঁষে মাত্র ৬ হাজার ৫২৬ ভোটের ব্যবধানে মুজফফরনগরে নির্বাচিত হয়েছিলেন। কনৌজে সেই ব্যবধান ছিল ১২ হাজার ৩৫৩। চান্দৌলিতেও তা ছিল ১৪ হাজারের কম। মানেকা গান্ধী ১৪ হাজার ৫২৬ ভোটের ব্যবধানে সুলতানপুর ধরে রাখতে পেরেছিলেন। এছাড়াও বালিয়াতে ১৫ হাজার ৫১৯, বদাউনে ১৮ হাজার ৪৫৪, বাগপতে ২৩ হাজার ৫০২ ফিরোজাবাদে ২৮ হাজার ৭৮১। তালিকায় রয়েছে বস্তি, সন্ত কবির নগর, কৌশাম্বি, ভাদোহীও। এই ১৪ আসন ছাড়া আমেথিতেও মাত্র ৫৫ হাজার১২০ ভোটে স্মৃতি ইরানির কাছে হারতে হয়েছিল রাহুল গান্ধীকে। বান্দাতে বিজেপির জয়ের ব্যবধান ছিল ৫৮ হাজার ৯৩৮। 
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা