দেশ

বেঙ্গালুরু কাফে বিস্ফোরণ কাণ্ডে দুই আইএস জঙ্গি গ্রেপ্তার দীঘায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও তমলুক: নিউ দীঘার হোটেল থেকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রেপ্তার করল বেঙ্গালুরুর রামেশ্বরম কাফেতে বিস্ফোরণের ঘটনার মূল মাস্টারমাইন্ড ও তার সহযোগীকে। আব্দুল মথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন সাজিব নামে এই দুই আইএস জঙ্গি এক মাস ধরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নাম-পরিচয় ভাঁড়িয়ে লুকিয়ে ছিল। প্রযুক্তির সাহায্য নিয়ে নিউ দীঘায় তাদের অবস্থান চিহ্নিত করা হয়। এরপরই দিল্লি ও বেঙ্গালুরু থেকে এনআইএ টিম সেখানে পৌঁছে রাজ্য পুলিসকে সঙ্গে নিয়ে তাদের পাকড়াও করে। ধৃতদের থেকে মিলেছে ল্যাপটপ, মোবাইল, আইএস ভাবধারা প্রচারের লিফলেট সহ বিভিন্ন সামগ্রী। বৃহস্পতিবার তাদের এনআইএ আদালতে তোলা হয়। পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে তাদের বেঙ্গালুরু নিয়ে গিয়েছে এনআইএ। 
দুই আইএস জঙ্গি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে যদিও সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটের রাজনীতি। এর সামনের সারিতে অবশ্যই ছিল গেরুয়া শিবির। বাংলাকে জঙ্গিদের নিশ্চিত আশ্রয়স্থল বলে প্রচার শুরু করে দেয় তারা। তার পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, ‘লোকগুলো কর্ণাটকের। বাংলায় লুকিয়ে ছিল। খবর মেলার দু’ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাও নাকি বাংলা সেফ নয়!’
চলতি বছরের ১ মার্চ বেঙ্গালুরুর ওই কফিশপে আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হন। ৩ মার্চ বিস্ফোরণের তদন্তভার পায় এনআইএ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাতীয় তদন্তকারী সংস্থা দেখে, টুপি পরা এক ব্যক্তি একটি ব্যাগ রেখে যাচ্ছে। ওই এলাকার টাওয়ার ডাম্প নেওয়া হয়। সেইসঙ্গে বেল্লারি ও শিবমোগা আইএস মডিউলের জেলবন্দি সদস্যদের জেরা করা হয়। সেখান থেকেই মোজাম্মেল শরিফকে চিহ্নিত করে গ্রেপ্তার করে তারা। জানা যায়, সে মূল দুই অভিযুক্তকে আশ্রয় দিয়েছিল। টুপি পরে যে আইইডি রেখে যাচ্ছে, তার নাম মুসাভির হুসেন সাজিব। তাকে আইইডি দিয়েছে মূল পরিকল্পনাকারী আইটি ইঞ্জিনিয়ার আব্দুল মোমিন ত্বহা। এরা দু’জনেই শিবমোগার তীর্থাহাল্লির বাসিন্দা। আইএস-এর ইন্ডিয়া চ্যাপ্টারের কর্ণাটক  মডিউল ‘আল হিন্দ’-এর সদস্য। ত্বহাকে বিস্ফোরক তৈরির কাঁচামাল মোজাম্মেল সরবরাহ করে বলে জেরায় জানা যায়। 
মোজাম্মেল তদন্তকারীদের জানায়, ঘটনার পর সাতদিন এই দুই অভিযুক্ত তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা এবং কেরল সহ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে গা-ঢাকা দিয়েছিল। এরপর হায়দরাবাদ থেকে ট্রেন ধরে সোজা পশ্চিমবঙ্গে এসেছে। গত ১০ মার্চ থেকে কলকাতাতেই ছিল দুই জঙ্গি। পরে তারা পূর্ব মেদিনীপুরে যায়। জানা গিয়েছে, দুই অভিযুক্তের সঙ্গে মোজাম্মেলের কথোপকথনের ডিটেলস পান তদন্তকারীরা। দেখা যায়, দু’জন ঘনঘন নম্বর বদলাচ্ছে। হ্যান্ডসেটের সূত্র ধরে নিউ দীঘার একটি হোটেলকে চিহ্নিত করা হয়। পূর্ব মেদিনীপুরে পৌঁছে জেলা পুলিসকে সঙ্গে নিয়ে বুধবার রাতে মাত্র দু’ঘণ্টার মধ্যে ওই হোটেল থেকে এনআইএ টিম গ্রেপ্তার করে ত্বহা ও সাজিবকে।
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা