দেশ

দিল্লিতে চলছে রাষ্ট্রপতি শাসনের মহড়া!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটে জয়-পরাজয় বহুদিন ধরেই বিজেপির কাছে টেনশনের কোনও ব্যাপার নয়। জিতে সরকার এমনিই হবে। আর হারলে? জয়ী দল বা জোটের বিধায়ক ভাঙিয়ে অপারেশন লোটাস। কিন্তু লোকসভা ভোটপর্বের মধ্যে সরকার দখল? এই বিস্ফোরক অভিযোগ এবার করেছে আম আদমি পার্টি। শুক্রবার তারা বলেছে, ঘুরপথে ক্ষমতা দখলের জন্য দিল্লিতে অঘোষিত রাষ্ট্রপতি শাসন চালু করে দিয়েছে বিজেপি। দিল্লি সরকারের আপ মন্ত্রী আতিশী মার্লেনার দাবি, ‘অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়া বিজেপির রাজনৈতিক চক্রান্তের অঙ্গ। ঠিক যেমন হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা। আমরা জানতে পারছি এবং সরকারের অন্দরে কাজ করার সময় লক্ষ্য করছি, মোদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে পরোক্ষে দিল্লি শাসন শুরু করে দিয়েছে।’ আতিশী বলেছেন, ‘লেফটেন্যান্ট গভর্নর দিল্লি সরকারের মন্ত্রীদের নিয়ম করে ডেকে পাঠাচ্ছেন। প্রশাসনের অভ্যন্তরীণ কাজকর্মের নির্দেশ দিচ্ছেন। এমনকী, কোনও ব্যাপারে সিদ্ধান্ত নিতেই বারণ করে দেওয়া হচ্ছে মন্ত্রীদের। কোনও নতুন নীতি কিংবা সিদ্ধান্ত নেওয়ার হলে আগে জানাতে হবে লেফটেন্যান্ট গভর্নরকে। এখানেই শেষ নয়, অফিসারদেরও বলা হচ্ছে তাঁরা যেন মন্ত্রীদের কথা না শোনেন।’
কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে রাজ্যপালের স্থলাভিষিক্ত পদ হল উপ রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর। সেই পদই পরোক্ষে ‘কেন্দ্রীয় শাসনে’র প্রধান মাধ্যম। আতিশীর অভিযোগ, ‘বহু দপ্তরে অফিসার নেই। শূন্যপদ তৈরি হয়েছে। নিয়ম করে আইএএস অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে। অথচ, সেইসব অফিসারদের শূন্যপদে নিয়োগ হয়নি। দিল্লির আপ সরকারকে ঠুঁটো করে দেওয়া হয়েছে। আসলে দিল্লির মতো ক্ষুদ্র রাজ্যকে নিয়ে মোদি সরকার একটি পরীক্ষা চালাচ্ছে, কীভাবে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে সরকার চালানো যায়। আগামী দিনে সব বিরোধী রাজ্যের ভাগ্যে এটাই হতে চলেছে। দিল্লির অফিসারদের হুমকি দেওয়া হয়েছে, কেউ মন্ত্রীদের নির্দেশ পালন করবেন না। লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে বহু সরকারি অফিসার এখন আর দপ্তরে আসছেন না। তাঁরা বলছেন, নির্বাচনী আচরণবিধি চালু হয়েছে। তাই এখন সরকারের কোনও কাজ করা যাবে না। এভাবে আসলে মোদি সরকার চাইছে দিল্লির সব পরিষেবা বন্ধ হোক। আর সেটাই হচ্ছে। ইচ্ছাকৃতভাবে রাস্তা মেরামতি আটকে দেওয়া হচ্ছে, যাতে দিল্লিবাসীর ক্ষোভ তৈরি হয় আম আদমি পার্টির উপর। এসবই হল মোদি সরকারের ষড়যন্ত্র। রাষ্ট্রপতি শাসন পরোক্ষে চালু হয়ে গিয়েছে।’ দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব অবশ্য আপের অভিযোগ উড়িয়ে বলেছেন, ‘কেজরিওয়াল জেল থেকে সরকার চালাচ্ছেন কেন? তাঁর পদত্যাগ করা উচিত। আম আদমি পার্টির সকলেই যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে ইডি-সিবিআই ছেড়ে দেবে কেন? সকলকেই জেলে পাঠানো হবে।’ আতিশীর পাল্টা, ‘১১ বছর ধরে নরেন্দ্র মোদি দিল্লিতে হেরেই চলেছেন। সরকার দখল করতে পারছেন না। রাগ তো হবেই!’
আপের প্রতিবাদ। ছবি: পিটিআই
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা