দেশ

বামেদের বিরুদ্ধে গৈরিকীকরণে সাহায্যের অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অচলাবস্থা ঘিরে সরকারের দিকেই আঙুল তুলল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলি এবং ওয়েবকুটা। উচ্চশিক্ষা দপ্তরের জারি করা নির্দেশিকা বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি স্ট্যাটিউট পরিবর্তন এবং যেগুলিতে তা নেই সেগুলিতে তা চালু করারও দাবি জানাল তারা। একইসঙ্গে ২০১৯ সালে কার্যকর হওয়ায় বিশ্ববিদ্যালয় আইনও বাতিলের দাবি জানিয়েছে তারা। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ১৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ওয়েবকুটা। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকা এবং পদোন্নতি থমকে যাওয়ার মতো অচলাবস্থার জন্য কার্যত সরকারকেই দায়ী করেছে তারা। বরং রাজ্যপালের প্রতি তাঁদের মনোভাব ততটা বিরূপ নয়।
সমিতিগুলির বক্তব্য, উচ্চশিক্ষা দপ্তরের জারি করা অ্যাডভাইজারি বা নির্দেশাবলিতে কার্যত শিক্ষকদের পদোন্নতি আটকে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া দৈনন্দিন কাজকর্মও তাতে ব্যাহত হচ্ছে। এটা শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের পরিপন্থী। শিক্ষকদের স্বার্থও তা বিঘ্নিত করছে। এটি বাতিল না-হলে ১৯ এপ্রিল ফের বড়সড় বিক্ষোভ সভার হুঁশিয়ারি দিয়েছে তারা। এর পাশাপাশি, বিভিন্ন পদে স্থায়ী নিয়োগ, বিধিবদ্ধ সংস্থাগুলিকে পুরোপুরি সক্রিয় রাখা এবং চার বছরের স্নাতক কোর্সের জন্য উপযুক্ত পরিকাঠামো চালুর দাবিও রেখেছে।  ওয়েবকুটার সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য অবশ্য বক্তব্য রাখতে গিয়ে একবার বলেন, সরকার এবং রাজ্যপালের মধ্যে দড়ি টানাটানির ফলে এই সমস্যা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট যাতে এই সমস্যার সমাধান করে, সেই আবেদনও বৈঠক থেকে ওঠে।
এ নিয়ে দি এডুকেশনিস্টস ফোরামের অন্যতম আহ্বায়ক ওমপ্রকাশ মিশ্র বলেন, শিক্ষকদের দাবিদাওয়া আমরাও সমর্থন করি। বিশ্ববিদ্যালয়ের আইন প্রতিষ্ঠা করতে যেকোনও দাবিদাওয়ার পাশে রয়েছি। তবে, এক শ্রেণির সংগঠন যেভাবে এককভাবে সরকারকে দায়ী করছে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহসভপতি মণিশঙ্কর মণ্ডল বলেন, ‘রাজ্যসরকার যে নির্দেশিকা দিয়েছে সেটা সম্পূর্ণ বৈধ এবং তাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার লঙ্ঘিত হচ্ছে না। তবে, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে গৈরিকীকরণের চেষ্টা চালাচ্ছেন। তাঁকে সমালোচনার আওতায় না রেখে বামপন্থী শিক্ষক-অধ্যাপক সংগঠনগুলি এই চেষ্টাকে সমর্থন করছে।’ এদিকে, রাজ্য সরকারের অ্যাডভাইজারিকে উপেক্ষা করেই এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আর্টস এবং ভিজ্যুয়াল আর্টস ফ্যাকাল্টি পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল এই আবেদন প্রক্রিয়া চলবে। সরকার এই পদক্ষেপকে কীভাবে নেবে, সেটাই এখন দেখার। 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা