দেশ

প্রথম ভারতীয় পর্যটক হিসেবে মহাকাশে পাড়ি দেবেন তরুণ উদ্যোগপতি গোপীচাঁদ

নয়াদিল্লি: ১৯৮৪ সালে প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। গগনযান অভিযানের জন্য ইতিমধ্যে চার ভারতীয় মহাকাশচারীর নাম ঘোষণা করেছে ইসরো। এবার প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হিসেবে নজির গড়তে চলেছেন গোপীচাঁদ থোটাকুরা। আসন্ন নিউ শেফার্ড-২৫ (এনএস-২৫) অভিযানের ছ’জন সদস্যের নাম ঘোষণা করেছে ধনকুবের জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন। তালিকায় গোপীচাঁদের নাম রয়েছে। এখনও পর্যন্ত ৩১ জন মহাকাশচারী কারমান লাইন অতিক্রম করেছেন। পৃথিবী এবং মহাকাশের শেষ সীমানা হিসেবে ধরা হয় এই কারমান লাইনকে। খুব শীঘ্রই আসন্ন অভিযানের দিনক্ষণ ঘোষণা করার কথা জানিয়েছে ব্লু অরিজিন। 
গোপীচাঁদের জন্ম অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। বর্তমানে আমেরিকার আটলান্টার জর্জিয়ায় থাকেন এই দক্ষ পাইলট। শৈশব থেকে উড়োজাহাজের প্রতি গভীর টান ছিল গোপীচাঁদের। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগেই উড়োজাহাজ ওড়ানোর খুঁটিনাটি রপ্ত করে ফেলেছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে এভিয়েশন ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনসের ডিগ্রি অর্জন করেছেন এই যুবক। পাশাপাশি এমব্রি-রিডল এরোনটিক্যাল ইউনিভার্সিটি থেকে এরোনটিক্যাল সায়েন্সে স্নাতক গোপীচাঁদ। 
দক্ষ পাইলটের পাশাপাশি ব্যবসায় অত্যন্ত সফল গোপীচাঁদ। আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রিজার্ভ লাইফ কর্পোরেশন নামে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তাঁর। গত সাত বছর ধরে সংস্থার কর্ণধার হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন গোপীচাঁদ। 
সি-প্লেন, গ্লাইডার, হট এয়ার বেলুন সহ বিভিন্ন ধরনের উড়ন্ত বস্তু ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে গোপীচাঁদের। আন্তির্জাতিক মেডিক্যাল জেট পাইলট হিসেবেও কাজ করেছেন তিনি। জীবনে রোমাঞ্চ খুব পছন্দ করেন গোপীচাঁদ। সেই তাগিদেই সম্প্রতি মাউন্ট কিলিমাঞ্জারোর শীর্ষে পৌঁছেছিলেন তিনি। এবার অন্যরকম এক অভিজ্ঞতার পালা।
গোপীচাঁদের পাশাপাশি এই অভিযানের অন্যতম অংশ এড ডুইট। ১৯৬১ সালে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে তাঁকে মহাকাশে পাঠানোর জন্য নির্বাচন করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। কিন্তু শেষমেশ এডের মহাকাশে যাওয়া আর হয়ে ওঠেনি। এবার ফের সুযোগ পেয়েছেন তিনি। এছাড়াও রয়েছেন, মেসন এঞ্জেল, সিলভেইন চিরন, কেনেথ এল হেস ও ক্যারল স্ক্যালার।
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা