দেশ

কেন্দ্র ঝালোর: ‘মালি’ তাস খেলেই স্বামী বৈভবকে জেতাতে নির্বাচনী ময়দানে হিমাংশী

ঝালোর: রাজস্থানের ঝালোর একসময় কংগ্ৰেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০০৪ সালে হাত শিবিরের কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। তারপর থেকে পদ্ম শিবিরের দখলেই রয়েছে মরুরাজ্যের এই হেভিওয়েট কেন্দ্র। গত বিধানসভা নির্বাচনে রাজস্থানে ক্ষমতাচ্যুত হয়েছে কংগ্ৰেস। লোকসভার ময়দানে তাই হারানো গৌরব ফিরে পেতে মরিয়া হাত শিবির। ঝালোর লোকসভা পুনরুদ্ধারের দায়িত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভবকে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। অন্যদিকে তিনবারের জয়ী সাংসদকে সরিয়ে তুলনামূলকভাবে কম পরিচিত এক প্রাক্তন জওয়ানকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই সুযোগের সদ্ব্যবহার কি করতে পারবে কংগ্রেস?
ঝালোর ও সিরোহি জেলার একাংশ নিয়ে গঠিত এই আসনটি। রয়েছে মোট আটটি বিধানসভা। বিধানসভা ভোটে রাজস্থান হাতছাড়া হলেও অশোক গেহলট নামেই আস্থা রেখেছে কংগ্রেস। গেহলট-পুত্রকেই ঝালোরের প্রার্থী করা হয়েছে। এই লোকসভা কেন্দ্রের বহু মানুষ মালি সম্প্রদায়ভুক্ত। সংখ্যালঘু ভোটারের সংখ্যাও নেহাত কম নয়। বৈভব নিজে মালি সম্প্রদায়ের প্রতিনিধি। স্বামীকে জেতাতে মেয়েকে নিয়ে আসরে নেমেছেন স্ত্রী হিমাংশী। ঘুরছেন মহল্লা-মহল্লায়। মালি-তাস খেলেই স্বামীর জয়ের রাস্তা পরিষ্কার করতে চান তিনি। প্রচারে বলেছেন, গেহলট পরিবারের বধূ হওয়াটা তাঁর কাছে গর্বের। স্বামী এখান থেকে জিতলে মেয়ের বিয়েও দেবেন ঝালোরে। বৈভব হারলে তা সমগ্র মালি সমাজের হার বলেও প্রচারে তুলে ধরেছেন প্রিয়াংশী। ঝালোরে মালিদের জন্য মন্দিরের ব্যবস্থাও করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এই পরিস্থিতি বৈভবের জয়ের অঙ্ক অনেকটাই সহজ করতে পারে। ২০০৪ সাল থেকে এই কেন্দ্রটি বিজেপির দখলে। ২০০৯ থেকে পরপর তিনবার জয়ী হয়েছেন পদ্মশিবিরের প্রার্থী দেবজি এম প্যাটেল। এবার অবশ্য প্যাটেলকে আর ঝালোরের দায়িত্ব দেয়নি পদ্ম শিবির। তাঁর পরিবর্তে প্রার্থী হয়েছেন লুম্বারাম চৌধুরী। প্যাটেলের তুলনায় চৌধুরীর পরিচিতি এবং জনপ্রিয়তা অনেকটাই কম।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্যাটেলের পক্ষে গিয়েছিল ৫৭ শতাংশ ভোট। অন্যদিকে ৩৮ শতাংশ ভোট পেয়েছিলেন কংগ্ৰেস প্রার্থী রতন দেওয়াসি। জয়ের ব্যবধান ছিল ২ লক্ষ ৬১ হাজার ১১০ ভোট। দৈনন্দিন জীবনযাপনের জন্য বহু ক্ষেত্রেই পড়শি রাজ্য গুজরাতের উপর ভরসা করতে হয় ঝালোরবাসীকে। বেহাল স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি পানীয় জল ও চাষবাসের জন্য জলের অভাবে অতিষ্ঠ বাসিন্দারা।‌ গেহলট-পুত্রের বিরুদ্ধে অবশ্য দুর্নীতিকেই প্রচারের অন্যতম অস্ত্র করেছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটে যোধপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন বৈভব। কিন্তু বিজেপির হেভিওয়েট প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে হেরে যান তিনি।‌ আসন্ন নির্বাচনে তুলনামুলক সহজ আসনে গেহলট-পুত্রকে প্রার্থী করেছে কংগ্ৰেস। এবার কি জয়ের মুখ দেখতে পাবেন তিনি? জবাব দেবে সময়।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা