দেশ

বাবার কেন্দ্র শ্রীনগরে নয়, বারামুলা থেকে প্রার্থী ওমর

শ্রীনগর: বাবা ফারুক আবদুল্লার কেন্দ্র শ্রীনগরে নয়, বারামুলা থেকে লড়বেন ওমর। শুক্রবার উপত্যকার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করল ন্যাশনাল কনফারেন্স। শারীরিক কারণে এবার আর প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছিলেন এনসি সুপ্রিমো ফারুক। তাই জম্মু-কাশ্মীরে জোর জল্পনা ছিল বাবার ছেড়ে যাওয়া আসন থেকেই ওমর আবদুল্লা প্রার্থী হবেন। তবে, সেই অনুমান মিলল না। ওই আসন থেকে প্রভাবশালী শিয়া নেতা আগা সৈয়দ রুহুল্লা মেহেদিকে টিকিট দিয়েছে এনসি। বারামুলা থেকে লড়ছেন ফারুক-পুত্র। আর অনন্তনাগ-রাজৌরি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মিয়াঁ আলতাফকে।
এবারের ভোটে উপত্যকায় ফারুক-ওমরের ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে মেহবুবা মুফতির পিডিপির সরাসরি লড়াই হবে। অনন্তনাগ-রাজৌরি কেন্দ্র থেকে পিডিপি সুপ্রিমো নিজে প্রার্থী হয়েছেন। তবে, জম্মুর দু’টি আসনে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। ১৯৯৮, ১৯৯৯ ও ২০০৪ সালের লোকসভা ভোটে শ্রীনগর থেকে জিতেছিলেন ওমর আবদুল্লা। তাঁর বাবা ফারুক আবদুল্লাও চারবার ওই কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন। ২০১৯ সালের ভোটে বারামুলা থেকে জয়ী হয়েছিলেন এনসি প্রার্থী মহম্মদ আকবর লোন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপলস কনফারেন্সের রাজা ইজাজ আলি। এবার পিপলস কনফারেন্সের প্রধান সাজাদ লোন বারামুলা থেকে প্রার্থী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা ভোটে উপত্যকার তিনটি কেন্দ্রই ন্যাশনাল কনফারেন্সের দখলে ছিল। অপরদিকে জম্মু, উধমপুর ও লাদাখে জিতেছিল বিজেপি। এবার জম্ম-কাশ্মীরে এনসি ও কংগ্রেস জোট করেছে। সিদ্ধান্ত হয়েছে শ্রীনগর, বারামুলা ও অনন্তনাগ-রাজৌরি থেকে লড়বে এনসি। তাদের সমর্থন করবে কংগ্রেস। আর জম্মু, উধমপুর ও লাদাখে কংগ্রেস প্রার্থীদের সমর্থন করবে ওমরের দল।
নির্বাচনী পোস্টার প্রকাশ অনুষ্ঠানে ফারুক ও ওমর। ছবি: পিটিআই
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা