দেশ

ভোটে অবৈধ অর্থনৈতিক লেনদেন বাড়তে পারে, কড়া নজরদারি কমিশনের

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: সাম্প্রতিককালে ভোটে সবচেয়ে বেশি অবৈধ লেনদেনে নির্বাচন কমিশনের আতশকাচের তলায় মোদি রাজ্য গুজরাত। গত বিধানসভার ভোটে ধরা পড়েছিল ৮০১ কোটি টাকার অবৈধ সামগ্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এর পরিমাণ ছিল ৫৫৩ কোটি ৭৬ লক্ষ টাকা। গত লোকসভা ভোটে বাজেয়াপ্ত হয়েছিল ৩ হাজার ৪৭৫ কোটি ৭৬ লক্ষ টাকার মূ঩ল্যের অবৈধ সামগ্রী। হিসেব বহির্ভূত সোনা, রুপো, নগদ, ড্রাগস ইত্যাদি।  ‘ইলেক্টোরাল বন্ড’ বেআইনি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তাই কমিশনের অনুমান, এবার লোকসভা নির্বাচনে গোটা দেশেই অবৈধ লেনদেন বাড়তে পারে। 
তাই রাজ্যওয়াড়ি লোকসভা নির্বাচন প্রস্তুতি সেরে এবার নজরদারিতে জোর দেওয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে আগামী ১১ মার্চ নির্বাচিত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে ব্রিফিং বৈঠক করবে কমিশন। প্রতিটি রা‌জ্য থেকে বাছাই করা ২৯১ জন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (কাস্টমস অ্যান্ড ইনডায়রেক্ট ট্যাক্সেস) অফিসারদের নিয়ে হবে বৈঠক। যার মধ্যে রয়েছে বাংলার ১৪ জন অফিসার। এছাড়া আইপিএস, আইএএসরাও উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে ওই ব্রিফিং বৈঠক পরিচালনা করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বৈঠক হবে হাইব্রিড মোডে। অর্থাৎ একাংশ থাকবেন দিল্লিতে। বাকিরা অনলাইনে জুড়বেন যে যার রাজ্য থেকে। বৈঠকে প্রত্যেককেই যোগ দিতে হবে। কেউ যদি অনুপস্থিত থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে কমিশন কড়া ব্যবস্থা নেওয়া হবে। 
ভোটের কাজে নিযুক্ত প্রত্যেক অফিসার যাতে ওইদিন সকাল ন’টা থেকে ব্রিফিং মিটিংয়ে অবশ্যই উপস্থিত থাকেন, তা নিশ্চিত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্যোগ নিতে বলা হয়েছে। আগামী সোমবার কমিশনের ওই বিশেষ বৈঠকে অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।  ভোটে অবৈধ লেনদেন আটকাতে ঝাঁপাবে কমিশন। রাজনৈতিক দলগুলি যাতে কোনওভাবেই টাকা পয়সা, উপহারের লোভ দেখিয়ে ভোটারদের প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করাই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাজ। 
অন্যদিকে, আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি নানা প্রকল্পের উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে ২৯টি কর্মসূচি রয়েছে তাঁর। তা শেষ হলেই কি ভোট ঘোষণা? রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কমিশন সূত্রে খবর, সাত-আট দফার ভোট শেষে ফল ঘোষণা হতে পারে আগামী ২৩ মে। 
6Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা