বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আহমেদ-কন্যার সমর্থনে আসরে বিজেপি, রাহুলের তীব্র সমালোচনা মালব্যের

নয়াদিল্লি: সমঝোতার অঙ্গ হিসেবে গুজরাতের ভারুচ লোকসভা আসনটি আম আদমি পার্টি (আপ)-কে ছেড়েছে কংগ্রেস। এই সিদ্ধান্তের জন্য দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনয় সরব প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মেয়ে মুমতাজ প্যাটেল। কংগ্রেসের অন্দরের এই অসন্তোষ নিয়ে উস্কে দেওয়ার চেষ্টায় তেড়েফুঁড়ে মাঠে নামল বিজেপি। তাদের আক্রমণের লক্ষ্য রাহুল গান্ধী। আসরে নেমেছেন খোদ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন লিখেছেন, কংগ্রেসের এই পদক্ষেপের অর্থ তারা আহমেদ প্যাটেলের ঐতিহ্যকে মুছে ফেলতে চাইছে। সেইসঙ্গে তাঁর পরিবারকেও অপমানিত করছে হাত শিবির। মালব্যর বক্তব্য, ‘কংগ্রেসে একজনই সর্বেসর্বা। সকলেই আহমেদ প্যাটেলের সঙ্গে রাহুল গান্ধীর মতপার্থক্যের বিষয়টি জানেন। এইজন্যই ভারুচ আসনটি আপকে দিয়ে রাহুল আহমেদ প্যাটেলের স্মৃতি মুছে ফেলতে চাইছেন তিনি। গান্ধীরা ব্যবহার করে ছুড়ে ফেলাতেই বিশ্বাসী।’ রাহুলের নাম না করে বিষয়টিকে ‘যুবরাজের প্রতিশোধ’ আখ্যা দিয়েছেন বিজেপির মুখপাত্র ও প্রাক্তন কংগ্রেস নেতা জয়বীর শেরগিলও। সূত্রের খবর, আসন ভাগাভাগির আগে আহমেদের ছেলে ফয়জলের সঙ্গে রাহুলের কথা হয়েছিল। সেই সময় রাহুল নাকি বলেছিলেন, ভারুচে কংগ্রেসই লড়াই করবে। এই অবস্থায় প্রয়াত কংগ্রেস নেতার পরিবার অবশ্য রাহুলের উপরই আস্থা রাখছেন। ‌ফয়জলের বক্তব্য, ‘আশা করি, রাহুল এই সিদ্ধান্ত নিয়ে ভাবনাচিন্তা করবেন।’ তবে এক্স হ্যান্ডলে নিজের ক্ষোভের কথা জানানোর পর মুমতাজ বলেছেন, ‘এখনও আসন রফা নিয়ে কথা চলছে, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা শুনেছি, রাহুল গান্ধীও ভারুচ আসনটি আপকে ছা‌ড়঩তে রাজি ছিলেন না। আশা করছি ওই আসনটি কংগ্রেসেরই থাকবে। 
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা